জাতীয় সঙ্গীত বদলের প্ল্যান

0

Last Updated on December 13, 2020 8:46 PM by Khabar365Din

আরএসএস’র নোট, স্বামীর চিঠি এবার টার্গেট মহাকবি রবীন্দ্রনাথ

৩৬৫ দিন। লোকসভা নির্বাচনের আগে থেকেই মমতাসহ দেশের অধিকাংশ বিরোধী রাজনৈতিক দলের নেতা এবং নেত্রীরা আশঙ্কা প্রকাশ করেছিলেন দ্বিতীয় বার মোদি সরকার দেশের ক্ষমতায় এলে ভারতের সংবিধান থেকে শুরু করে সবকিছু নিজেদের ইচ্ছেমতো বদলে ফেলবে। তাদের সেই আশঙ্কা মতোই একদিকে যেমন ডঃ বি আর আম্বেদকর এর তৈরি ভারতীয় সংবিধান আমূল বদলে ফেলার জন্য কমিটি গঠন করেছে বর্তমান কেন্দ্রীয় সরকার, তেমনি এবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জন গন মন-র জাতীয় সংগীতের মর্যাদা কেড়ে নেওয়ার দাবি জানাতে শুরু করলো বিজেপি।রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জনগণমন অধিনায়ক গান ভারতের জাতীয় সংগীত থাকা উচিত নয়। আগামী মাসের মধ্যেই রবীন্দ্রনাথের লেখা জনগণমন শব্দ বদলে ফেলা অথবা পুরো গানটি বদলে ফেলার দাবি জানালেন বিজেপি রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। মূলত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস দীর্ঘদিন ধরেই যেভাবে ভারতের জাতীয় কবি হিসেবে বাঙালি রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার লেখা জাতীয় সংগীত বাদ দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়ে অবিলম্বে জাতীয় সংগীতের শব্দ পরিবর্তন অথবা পুরো জাতীয় সংগীতটাই বদলে ফেলার দাবি জানালেন স্বামী। তার দাবি রবীন্দ্রনাথের লেখা জনগণমন গানটি অখন্ড পরাধীন ভারতের জন্য ঠিক ছিল, কিন্তু গানের মধ্যে যেহেতু সিন্ধু কথাটি রয়েছে তার স্বাধীন ভারতের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কারণ সিন্ধু নদ স্বাধীনতার পর থেকেই ভৌগোলিকভাবে পাকিস্তানের অন্তর্ভুক্ত। সিন্ধু নদের তীরে গড়ে উঠেছিল সিন্ধু সভ্যতা। যা পরে হিন্দুস্থান এবং কালক্রমে ভারতবর্ষ নামে পরিচিত হয় গোটা পৃথিবীর কাছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here