Last Updated on December 21, 2020 5:23 PM by Khabar365Din
সৌমিত্র খাঁ’র স্ত্রী সুজাতাই স্বামীকে জিতিয়েছিলেন
৩৬৫ দিন। তৃণমূলে যোগ দিলেন সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা মণ্ডল। বিজেপির বিরুদ্ধে একরাশ ক্ষোভ দেখিয়ে সোমবার কুণাল ঘোষ এবং সৌগত রায়ের হাত ধরে তৃণমূল ভবনে ঘাস-ফুলের পতাকা তুলে নেন সুজাতা। দলে যোগ দিয়েই গেরুয়া শিবিরের বিরুদ্ধে তাঁর বক্তব্য, ‛আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। যে দলে চ্যালেঞ্জ নেওয়ার পর সম্মান মিলবে না, সেখানে থেকে কি লাভ? বিজেপির দুর্দিনে আমি পার্টি করেছি। কাজেই কোনও সুবিধা পাইনি। অন্যরা সুবিধা ভোগ করতে দল বদল করছেন। আমি লড়াই পছন্দ করি। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে তৃণমূলে যোগ দিচ্ছি। বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আমি মমতার লড়াইয়ে পাশে থাকতে চাই।’
২০১৯’এ বিষ্ণুপুরে লোকসভা কেন্দ্রে স্বামীর হয়ে প্রচার চালিয়েছিলেন সুজাতা মণ্ডল। সৌমিত্রকে জয়ের মুখ দেখানোর অন্যতম কান্ডারি ছিলেন তিনি। যদিও পরবর্তী কালে দলের অন্দরে যোগ্য সম্মান পাচ্ছিলেন না সুজাতা। উলটে তৃণমূল থেকে যাঁরা বিজেপিতে যোগ দিচ্ছেন, তাঁদের নিয়েই লাফালাফি করছেন দিলীপ ঘোষরা। একই সঙ্গে কয়েক মাস ধরে সৌমিত্র এবং সুজাতার মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বনিবনা হচ্ছিল না। সেই কারণেই এই দলত্যাগের সিদ্ধান্ত, এমনটাই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। স্ত্রীর তৃণমূলে যোগদানের প্রেক্ষিতে সৌমিত্র খাঁয়ের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
সম্প্রতি শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিয়েছেন। ঘটনার দু’দিনের ব্যবধানে সুজাতা মণ্ডলের তৃণমূলে যোগ স্বাভাবিকভাবেই গেরুয়া শিবিরের ভাঙন স্পষ্ট করল।