Last Updated on September 30, 2020 11:53 AM by Khabar365Din
মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, বিজেপির চক্রান্ত ফাঁস
৩৬৫ দিন: মুম্বই। অল ইন্ডিয়া মেডিক্যাল সাইন্সেস অথবা এইমসের বিশেষজ্ঞরা দ্বিতীয়বার সুশান্ত সিং রাজপুতের ভিসেরা রিপোর্ট পরীক্ষার পরে জানিয়ে দিয়েছেন তার পাকস্থলীতে কোন বিষ পাওয়া যায়নি। এইমসের রিপোর্টে সুশান্ত সিং রাজপুত খুন হন নি প্রমাণিত হওয়ার পরেই বিজেপির বিরুদ্ধে আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু বানানোর জন্য মহারাষ্ট্র সরকার এবং মুম্বই পুলিশের বিরুদ্ধে বিজেপির চক্রান্তের অভিযোগ তুললেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। আজ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এই অভিযোগ জানিয়ে বলেন, এইমসের বিশেষজ্ঞদের রিপোর্টে স্পষ্ট তারা সুশান্ত সিং রাজপুতের শরীরে কোনো রকম বিষ প্রয়োগের প্রমাণ পাননি। অথচ এটাকেই ইস্যু বানিয়ে মহারাষ্ট্রের সরকার এবং মুম্বাই পুলিশকে গোটা দেশের মানুষের কাছে বদনাম করার জন্য উঠে পড়ে লেগেছিল বিজেপি। আসলে বিহার বিধানসভা নির্বাচনের আগে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তাকে ইস্যু বানানোর প্রয়োজন হয়ে পড়েছিল ওদের কাছে। এমনকি বিহার পুলিশের ডিরেক্টর জেনারেল গুপ্তেশ্বর পান্ডেকে দিয়েও মহারাষ্ট্র সরকার এবং মুম্বাই পুলিশের বিরুদ্ধে লাগাতার রাজনৈতিক অভিসন্ধি মূলক বিবৃতি দেওয়া হয়েছিল তা স্পষ্ট হয়ে গিয়েছে তড়িঘড়ি বিহার বিধানসভা নির্বাচন ঘোষণা হওয়ামাত্র ডিরেক্টর জেনারেল পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপি নেতৃত্বাধীন জোটের শরিক নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেডে যোগ দেওয়ার সংগে সংগেই।
অবশ্য বিহার নির্বাচনে বিজেপি এবং তাদের শরিক দল নীতীশ কুমারের জেডিইউ যে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে বিহার ভোটের সবথেকে বড় ইস্যু বানাতে চলেছে তার প্রমাণ মিলে ছিল আগেই যখন সুশান্ত সিং রাজপুতের ছবি দেওয়া পোস্টার ছাপিয়ে বিজেপি কর্মীরা রাজ্যজুড়ে দাবি করেছিলেন, ভুলিনি। ভুলবো না।