হাসপাতালে বুদ্ধদেব ভট্টাচার্য, খোঁজ নিলেন মমতা

0

Last Updated on December 9, 2020 4:23 PM by Khabar365Din

৩৬৫ দিন। শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বুধবার সিওপিডির সমস্যা বেড়ে যাওয়ায় তাঁকে উডল্যান্ডস হাসপাতাল ভর্তি করা হয়েছে। তাঁর অসুস্থতার সংবাদ পাওয়ার পর এই মুখ্যমন্ত্রী তার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন।
পার্টি সূত্রে জানা যাচ্ছে, এদিন সকাল থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সমস্যা আরও জটিল হয়। কাজেই পার্টির তরফে সিদ্ধান্ত নেওয়া হয়, বিন্দুমাত্র সময়ের অপচয় না-করে হাসপাতালে ভর্তি করা হোক। বুধবার দুপুরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে খবর। আবহাওয়া পরিবর্তনের সময় প্রতি বছরই বুদ্ধবাবুর সিওপিডির সমস্যা দেখা দেয় বলে জানাচ্ছেন পার্টি কর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here