দিনহাটায় উদ্ধার ইউরেশিয়ান বিটার্ন

0

Last Updated on November 25, 2021 4:34 PM by Khabar365Din

৩৬৫ দিন। দিনহাটায় উদ্ধার হল ইউরেশিয়ান বিটার্ন।
সাধারণত দক্ষিণ আফ্রিকায় এই পাখি দেখতে পাওয়া যায় বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার দুপুরে এলাকার এক ব‍্যক্তি পাখিটিকে দেখতে পান। স্থানীয় বাসিন্দারা পাখিটিকে উদ্ধার করে একটি ডালি দিয়ে ঢেকে রাখে। পাখি দেখতে ভিড় জমে যায়।

পাখিটির ঠোঁট বেশ সরু এবং ধারালো এবং অনেকটাই লম্বা। পাখিটির কাছে এলে ময়ূরের মতো পেখম মেলে এবং ফুলে যায়। পাখিটিকে উদ্ধার করে বনদপ্তর এ খবর দেয় গ্রামবাসী। বনদপ্তর এর কর্মী এসে পাখিটিকে নিয়ে যায়।

বনদপ্তর সূত্রে জানা গিয়েছে শীতের সময় বহু পরিযায়ী পাখি উত্তরবঙ্গে আসে সেরকমই ইউরেশিয়ান বিটার্ন প্রজাতির এই পাখিটি এসে থাকতে পারে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে পাখিটি কোনভাবে জখম হয়েছে চিকিৎসকদের পরামর্শ নেয়া হচ্ছে আপাতত পাখিটিকে পর্যবেক্ষণে রাখা হচ্ছে সম্পূর্ণ সুস্থ হওয়ার পর সেটিকে কোন জঙ্গলে ছাড়া হবে তবে আপাতত তার অবস্থা স্থিতিশীল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here