Last Updated on March 25, 2023 9:51 PM by Khabar365Din
৩৬৫ দিন। বিনামূল্যে চোখের চিকিত্সা করানোর জন্য রাজ্য সরকার ২০২১ সালে ‘চোখের আলো’ প্রকল্প চালু করেছিল। ২ বছরে এই প্রকল্প ব্যাপক সাড়া ফেলেছে, জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা। শনিবার টুইট করে ‘চোখের আলো’ প্রকল্পের সাফল্যের কথা জানান মমতা। টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, ‘ এই প্রকল্প ২০২১ সালে বাংলার মানুষের মধ্যে দৃষ্টি প্রতিবন্ধকতা দূর করার লক্ষ্যে চালু করা হয়েছিল। দু’বছরে ১০ লক্ষ ছানি অপারেশন করানো হয়েছে এই প্রকল্পের মাধ্যমে। ‘ মমতা আরও বলেন, ‘ স্কুল পড়ুয়াদের ও ৪৫ ঊর্ধ্ব প্রাপ্ত বয়স্কদের এই প্রকল্পের অধীনে ১৫ লক্ষ চশমা বিনামূল্যে দেওয়া হয়েছে।’
প্রসঙ্গত, রাজ্যের মানুষের জন্য ২০২১ সালে ‘চোখের আলো’ প্রকল্প চালু হয়। বিনামূল্যে চোখের যাবতীয় সমস্যার চিকিত্সা করাতে পারেন রাজ্যবাসী এই প্রকল্পের অধীনে থেকে। ২০২১ সালে প্রকল্প উদ্বোধনের সময়, রাজ্য সরকার ৫ বছরে ২০ লক্ষ মানুষের বিনামূল্যে ছানি অপারেশনের লক্ষ্য নিয়েছিল। দু বছরের মধ্যেই ১০ লক্ষ ছানি অপারেশন হয়ে গিয়েছে। চোখের আলো প্রকল্প উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘ আমরা চাই রাজ্যের সকলের চোখ যেন সুস্থ থাকে। ‘ রাজ্য সরকার যে লক্ষ্য নিয়েছিল দেখা যাচ্ছে দু’বছরেই সেই লক্ষ্যে অর্ধেক পথ পার করে ফেলেছে। মুখ্যমন্ত্রী আশাবাদী ভবিষ্যতে এই প্রকল্প থেকে আরও অনেক মানুষ সুবিধা পাবেন।