Last Updated on July 14, 2021 3:51 PM by Khabar365Din
365 দিন। গত ২০১৮ সালের ১৩ অক্টোবর আত্মঘাতী হন শুভেন্দু অধিকারীর তৎকালীন দেহরক্ষী শুভব্রত চক্রবর্তী ৷ এই ঘটনায় তদন্তে নেমে বিধানসভার বিরোধী দলনেতার বাড়িতেই পৌঁছে গেলেন তদন্তকারী আধিকারিকরা ৷
বুধবার সিআইডির চার সদস্যের একটি দল কাঁথির শান্তিকুঞ্জ (শুভেন্দুর বাড়ি) লাগোয়া ব্যারাকে যান ৷ তার পর সেখান থেকে তাঁরা শুভেন্দুর বাড়িতে যান ৷ তদন্তকারীদের সঙ্গে কথা বলতে দেখা যায় তমলুকের সাংসদ তথা শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারীকে ৷
এর আগে গত পরশু, সোমবার সিআইডির একটি তদন্তকারী দল পূর্ব মেদিনীপুরের মহিষাদলে শুভব্রত চক্রবর্তীর বাড়িতে যান ৷ সেখানে তাঁর স্ত্রী ও অন্য পরিজনদের সঙ্গে আলাদাভাবে কথা বলেন ৷ তার পর বুধবার ফের তদন্তে হাজির সিআইডি ৷ এবার তারা কাঁথিতে তদন্তের কাজ চালাচ্ছেন ৷