Last Updated on September 24, 2020 5:31 PM by Khabar365Din
৩৬৫ দিন। করােনা ভ্যাকসিন ৫০ শতাংশ কার্যকারী হলেই সেই ভ্যাকসিন কে ছাড়পত্র দেওয়া হবে। যে সকল ফার্মাসিউটিক্যাল সংস্থা করােনার প্রতিষেধক তৈরি করছে তাদের জন্য এই নয়া নির্দেশিকা জারি করল দা ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। এই নির্দেশিকায় মূলত তিনটি জিনিসের উল্লেখ করা হয়েছে -সুরক্ষা, কার্যক্ষমতা ও অনাক্রমতা। নির্দেশিকা বলা হয়েছে,কোন ভ্যাকসিন তার থার্ড ফেজের প্রায় ৫০ শতাংশ কার্যকারী হলেই সেই ব্যক্তিকে বাজারজাত করার জন্য ছাড়পত্র দেওয়া হবে। মহামারী ঠেকাতেই এই নতুন নির্দেশিকা জারি করল ডিসিজিআই। আইসিএমআর এর ডিরেক্টর জেনারেল বালরম ভারগাভা বলেন, হু এর গাইডলাইন এ বলা হয়েছে কোন ভ্যাকসিন যদি ৫০ শতাংশ কার্যকারী হয় তাহলে সেই ভ্যাকসিনকে গ্রহণ করা যাবে। এই করােনা ভ্যাকসিন যেহেতু ফুসফুসে আক্রমণ করে, এই ধরনের রেসপিরেটরি ভাইরাস এর ক্ষেত্রে ভ্যাকসিন ৫০ শতাংশ কার্যকরী হয়। আমরা সব সময় টার্গেট করি ভ্যাকসিন ১০০ শতাংশ কার্যকর হােক। কিন্তু রেম্পিরেটরি ভ্যাকসিন এক্ষেত্রে ৫০ শতাংশ কার্যকর হলেই সেই ভ্যাকসিন কিকে বাজারে ছাড়া যেতে পারে।খপ্রসঙ্গত ভারতেই বেশকিছু ভ্যাকসিন তৈরি হচ্ছে। এই সকল ভ্যাকসিনের থার্ড ফেজের ট্রায়ালও চলছে। ইতিমধ্যেই বেশ কিছু ভ্যাকসিন তাদের ট্রায়ালে সাফল্য পেয়েছে বলেই খবর। ফলে দেশেই তৈরি হওয়া কিছু ভ্যাকসিন খুব শীঘ্রই বাজারে আসতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।