Deepika Padukone: অস্কারে অফ সোল্ডার মারমেড গাউন-এ দীপিকা পাডুকোন, এছাড়াও ছিল আরও দুই লুক

0

Last Updated on March 13, 2023 7:17 PM by Khabar365Din

৩৬৫ দিন। জীবনের প্রথমবার অস্কার মঞ্চে আবির্ভাবের সময় দীপিকা পাড়ুকোনের পোশাক চেতনায় হলিউডের কালজয়ী ক্লাসিক অভিনেত্রী অড্রে হেপবার্ন যে দীপিকাকে অনুপ্রাণিত করেছে, তাতে কোনও সন্দেহ নেই। কালো রঙের লুই ভিত্তোঁর গাউন পরেছিলেন দীপিকা। লম্বা দৈর্ঘ্যের পা ঢাকা পোশাক। খোলা পিঠ। কাঁধও খোলা। এ পোশাকের নাম ‘অফ শোল্ডার মারমেড গাউন’। মৎস্যকন্যার নাম থেকে নেওয়া। সঙ্গে কালো ভেলভেট-এর অপেরা গ্লাভস। আর কার্টিয়ারের হীরের গয়না।

আফটার অস্কার পার্টি লুক

জীবনের প্রথমবার অস্কার আবির্ভাবেই ভারতীয় অভিনেত্রী হিসেবে বাজিমাত করেছেন দীপিকা। দীপিকার সাজগোজ, ফ্যাশন সেন্স অস্কার অনুষ্ঠানের সমালোচকদের কাছে যে প্রিয় হয়ে উঠেছিল, তা ডলবি থিয়েটারে উপস্থিত দর্শকদের অন্তহীন হাততালি থেকেই বোঝা গিয়েছে প্রত্যেক মুহূর্তে। সারাবছর এমনি সময়ে দীপিকার ফ্যাশন শো অনেকবারই আলোচনার বিষয় হয়ে উঠেছে। কিন্তু জীবনে প্রথমবার অস্কার মঞ্চে দীপিকা নিজের আবির্ভাবে তার স্বাতন্ত্র‍্য বুঝিয়ে দিয়েছেন সারা পৃথিবীর দর্শককে। জীবনের প্রথমবার অস্কার আবির্ভাবে এমন ক্ল্যাসিক পোশাক নির্বাচনে সারা পৃথিবীর দর্শক-সমালোচকদের নজর যে তিনি কেড়ে নিয়েছে, তা বলার অপেক্ষা রাখে না।

অস্কারের আগের দিনের রাত এর লুক

এর আগেও ২০১৭ সালে অস্কার পরবর্তী পার্টিতে অংশ নিয়েছিলেন। সেবারও দীপিকা বেছে নিয়েছিলেন কাঁধ খোলা পোশাক। তবে এবার ২০২৩-এর অস্কার মঞ্চে সঞ্চালক হিসেবে প্রথম আবির্ভাবে দীপিকা পরিণত ফ্যাশন সেন্সের পরিচয় দেখিয়েছেন। নিজের শরীরের বিশেষ অংশ, ঘাড়ের বাঁ পাশে এবার নতুন ট্যাটু করিয়েছেন দীপিকা। যে ট্যাটুতে লেখা “৮২°ই”। এটি দীপিকার নতুন ত্বক পরিচর্যার ব্র‍্যান্ডের নাম। তবে এবারের অস্কার অনুষ্ঠানে দীপিকাকে অনেকেই ব্রাজিলিয়ান মডেল ক্যামিলা ম্যাককনফির সঙ্গে গুলিয়ে ফেলেছেন। কিন্তু পরে সেই ধোঁয়াশা কাটিয়ে ওঠা গিয়েছে। ২৯২৩-এর একই মঞ্চে দীপিকার সঙ্গে এবারে প্রেজেনটার হিসেবে উপস্থিত ছিলেন নিকোলে কিডম্যান, হ্যাল বেরি, ডয়েন জনসনের মতো খ্যাতনামা অভিনেতা-অভিনেত্রীরা। এদিন অস্কার অনুষ্ঠানে দীপিকার সংক্ষিপ্ত বক্তৃতায় যখনই গ্যালারিতে হাততালি ঝড় উঠেছ, তখনই অল্প থেমে আবার একমুখ হাসি নিয়ে বলতে শুরু করেছেন দীপিকা। ২০২৩- এর অস্কার মঞ্চে দীপিকার সেই বক্তৃতা কয়েক লক্ষ ভিডিও ভাইরাল হয়েছে ইউটিউব, টিকটক ও টুইটারে। সবচেয়ে মজার বিষয় হল, বলিউডে দীপিকার সহকর্মী অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত, যিনি দীপিকাকে এর আগে বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে সমালোচনা করেছেন তিনি এবার অস্কার মঞ্চে দীপিকার আবির্ভাবে মুগ্ধ হয়ে দীপিকাকে ভরিয়ে দিয়েছেন প্রশংসায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here