কলকাতা জাদুঘরে কেন্দ্রীয় সরকারের অনুষ্ঠানে সরাসরি রাজনৈতিক বক্তব্য

0

Last Updated on March 12, 2023 11:55 PM by Khabar365Din

৩৬৫ দিন। অনুষ্ঠানের নাম খোলা হাওয়া, অথচ বক্তব্য রাজনৈতিক। কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের উদ্যোগে আসলে ভাজপার এই আলোচনাসভার সবটাই ছিল। রাজনৈতিক উদ্দেশ্যেপ্রণোদিত, এবং যার জন্য ব্যবহার করা হল কেন্দ্রীয় সরকারের জাতীয় হেরিটেজ ভবন, কলকাতা জাদুঘরকে। ভিক্টোরিয়া মেমোরিয়াল, বিশ্বভারতী, জাতীয় গ্রন্থাগারের পরে এবার কলকাতার জাতীয় জাদুঘর। স্বশাসিত ও কেন্দ্রীয় স্থানগুলোকে রাজনৈতিক মঞ্চ হিসাবে ব্যবহারের তালিকায় নবতম

সংযোজন। মুম্বাইয়ের গেরুয়া ইন্টেলেকচুয়াল ব্রিগেডের এই মুহূর্তে আলোচিত কাশ্মীর ফাইলস খ্যাত পরিচালক বিবেক অগ্নিহোত্রী এবং অনুপম খেরের উপস্থিতিতে ভাজপার বাংলার নেতারা এই আলোচনা সভায় যোগ দিয়েছিলেন। কেন্দ্রীয় সরকারের দফতর, অফিস সহ হেরিটেজ ও অ্যাকাদেমিক স্থানগুলোকে এইভাবে রাজনৈতিক কারণে নির্লজ্জের মত ব্যবহার করায় তীব্র সমালোচনা শুরু হয়েছে শিক্ষিতমহলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here