Last Updated on December 20, 2021 8:21 PM by Khabar365Din
৩৬৫ দিন। এবার টার্গেট বচ্চন পরিবার। পানামা পেপার কাণ্ডে অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনকে তলব করল দিল্লির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কাজ থাকায় হাজিরা দেওয়া সম্ভব নয়। সময় চেয়ে ইডি-কে চিঠি ঐশ্বর্য’র, খবর ইডি সূত্রে। উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের মুখের ঐশ্বর্যকে ইডি-র তলবে রাজনীতি দেখছেন অনেকে। ঐশ্বর্য’র শাশুড়ি জয়া বচ্চন সমাজবাদী দলের সদস্য। উত্তরপ্রদেশ থেকেই তিনি রাজ্যসভায় প্রতিনিধিত্ব করেন। উত্তরপ্রদেশ নির্বাচনে এবার ভাজপাকে কড়া টক্কর দিচ্ছে অখিলেশের সমাজবাদী পার্টি। চাপে রাখতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ। অনেকেই এই সূত্রে প্রশ্ন তুলছেন এর আগেও দু’বার ইডি’কে চিঠি লিখে অমিতাভের পুত্রবধূ ঐশ্বর্য জানিয়েছিলেন পানামা পেপার কাণ্ডে তাঁর কোনো ভূমিকা নেই। নিষ্কৃতির আবেদন করেছিলেন ঐশ্বর্য। প্রয়োজনীয় নথিপত্র ও জমা দিয়েছিলেন। সেই আবেদন গ্রহণ করে ঐশ্বর্যকে জিজ্ঞাসাবাদ ও করা হয়নি ইডির।
হঠাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে এমনকি তথ্য-প্রমাণ এল বা ঠিক উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের মুখে এমনকি প্রয়োজন পড়লো যে অভিনেত্রীকে জেরার জন্য সমন পাঠাতে হল। প্রসঙ্গত, ২০১৬ সালে ‘মোসাক ফনসেকা’ নামে এক সংস্থার থেকে ফাঁস হয়ে গিয়েছিল পানামা পেপার্স। এই কাণ্ডে প্রায় ৫০০ জন ভারতীয়’র নাম জড়ায়। এর মধ্যে রয়েছেন দেশের নামী অভিনেতা, রাজনীতিবিদ,খেলোয়াড় ও শিল্পপতির নাম। করফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে এঁদের বিরুদ্ধে। তালিকায় নাম রয়েছে অমিতাভ বচ্চনের। এই তালিকায় নাম রয়েছে ঐশ্বর্যের। এই পুরো বিষয় তদন্তের জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে একটি দল গঠন করা হয়েছে। ভারতের তদন্তকারীরাও রয়েছেন। বিভিন্ন দেশে তদন্তকারীরা এই বিষয়ে তদন্ত চালাচ্ছেন। ওয়াকিবহাল মহলের প্রশ্ন ২০১৬ সালে এই গোটা বিষয়টি সামনে আসার পর প্রায় ছয় বছর কাটতে চলেছে এই নিয়ে তেমন কোনো তদন্ত এতদিন কোন কেন্দ্রীয় এজেন্সি করেনি। এই বিষয়ে তদন্তের নতুন কোন তথ্য উঠে এসেছে এমন কোনো খবর ও পাওয়া যায়নি। কয়েক মাসের মধ্যে উত্তরপ্রদেশ গোয়ার মত রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। কৃষক মৃত্যু সহ বিভিন্ন ইস্যুতে কোণঠাসা মোদি সরকার তাই নজর গোড়াতেই কি পানামা পেপারস কাণ্ড খুঁচিয়ে তোলা হচ্ছে, বচ্চন পরিবার কে টার্গেট করে নজর ঘোরানোর চেষ্টা হচ্ছে।