Last Updated on December 22, 2020 10:29 PM by Khabar365Din
৩৬৫ দিন। বৃন্দাবনের মাইসোর গার্ডেনের অনুকরণে কলকাতার ময়দানে নির্মাণ হল ‛ফাউন্টেন অফ জয়’। তিন-টায়ারের এই ফাউন্টেন দেশের মধ্যে একমাত্র মাইসোর গার্ডেনেই ছিল। যেটাকে বলা হয়, ভারতের সবচেয়ে বড় মিউজিক্যাল ফাউন্টেন। এবার থেকে কলকাতায়ও এই ঐতিহাসিক ফাউন্টেন চাক্ষুষ করতে পারবেন সাধারণ মানুষ। জানা যাচ্ছে, মাইসোর গার্ডেনের রেকর্ড ভেঙে দিয়েছে কলকাতার ফাউন্টেন অফ জয়।বড় দিনের আগেই এই ‛ফাউন্টেন অফ জয়’এর উদ্বোধন হতে চলেছে। বুধবার সংগীতের সহযোগে বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ‛ফাউন্টেন অফ জয়’এর প্রথম কেরামতি দেখাতে চলেছেন সাধারণ মানুষ। সিইএসসি জানাচ্ছে, ২৬টি পাম্পের মাধ্যমে এই ফাউন্টেন থেকে প্রতি মিনিটে ১৫,৮০০ লিটার জল ব্যবহার হবে। বড়দিন থেকে ইংরাজি নববর্ষ, প্রতিটা দিন মানুষ দেশের সর্ববৃহৎ ফাউন্টেনের ‛লাইট অ্যান্ড সাউন্ড’ অনুষ্ঠানের সাক্ষী থাকতে চলেছেন।
কোল্ড প্লে, এলভিস প্রেসলি, টেলর সুইফট, ইউ-২, বনজোভি, ইউরোপ-সহ একাধিক ব্যান্ড এবং সংগীত শিল্পী গান ‛ফাউন্টেন অফ জয়’এর লাইট অ্যান্ড সাউন্ড অনুষ্ঠানে ব্যবহার হতে চলেছে।