Weather Report Today: এ সপ্তাহ থেকেই শীতের আমেজ শহরে

0

Last Updated on November 20, 2023 6:55 PM by Khabar365Din

৩৬৫ দিন। এ সপ্তাহ থেকে পারদ নেমে এই মরসুমের শীত শুরু হতে চলেছে । আগামী সপ্তাহ থেকেই পারদ ২ ০ ডিগ্রির নিচে নামতে শুরু করবে। এর পর থেকেই শীতের আমেজ আসতে শুরু করেছে বাংলায় ।তবে আকাশ পরিষ্কার থাকলেও জগদ্ধাত্রী পুজোয় বৃষ্টির সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা। আগামী মঙ্গলবার অর্থাৎ জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে অবশ্য কোনো সেরকম পূর্বাভাস নেই।ফলে সপ্তাহান্তে থেকেই একেবারে শীতের আমেজ উপভোগ করতে তৈরি রয়েছেন সবাই।তার অভ্যাস কিন্তু রবিবার সকালেই টের পাওয়া গেল শীত শীত ভাবে। শীতের আমেজ রয়েছে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন আকাশ থাকে পরিষ্কার।

আর রাত নামবে চেপে বসলে শীত। তাপমাত্রা আরও কমবে। কলকাতায় তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে নামবে চলতি সপ্তাহেই।
হাওয়া অফিস সূত্রে রবিবার দার্জিলিং-এর তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। এক সপ্তাহেই মধ্যে কলকাতাও সেই তাপমাত্রা ছুঁয়ে ফেলবে বলে জানা যাচ্ছে। সামনের সপ্তাহ থেকেই আরও পারদ নামবে।যদিও এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না এবছর কত নিচে নামবে পারদ । তবে ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির মধ্যে এই তাপমাত্রা ১ ০ ডিগ্রির নিচে থাকবে বলেই পূর্বাভাস হাওয়া দফতরের।আগামী তিন দিন রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকায় কলকাতা সহ সংলগ্ন এলাকায় কিছুটা অস্বস্তি থাকবে।তবে সকালে ও সন্ধ্যায় শীতের আমেজ কিছুটা ফিরবে।পশ্চিমের জেলায় শীতের আমেজ একটু বেশি থাকবে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং-এ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই দিনই দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও একটু নামতে পারে। এমনই ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর।