Gold Price: কালীপুজোর আগেই কমলো সোনার দাম

0

Last Updated on November 10, 2023 6:34 PM by Khabar365Din

৩৬৫ দিন। উৎসবের মরশুমে সোনার দামে বিরাট পতন। সোনার দাম কমায় সোনায় সোহাগা মধ্যবিত্ত। আগামী রবিবার কালীপুজো। তাই ইতিমধ্যেই গোটা শহর জুড়ে ঝলমলিয়ে উঠেছে আলোর রোশনাই । কালী পূজার আগে ধনতেরাসের মরশুমে সোনার দাম কমায় স্বস্তির নিঃশ্বাস পড়েছে মধ্যবিত্তের। রীতি অনুযায়ী ধনতেরাসের সময় সোনার যে কোনো একটি জিনিস কিনতে হয়। তাই ধনতেরাসে লম্বা লাইন পড়ে সোনার দোকানগুলিতে। অল্প হলেও সাধ্যের মধ্যেই সোনা কেনার চেষ্টা করেন অনেকেই। তাই শত ব্যস্ততা এড়িয়ে এবং সোনার দাম যতই আকাশচুম্বি হোক সামান্যতম সোনার একটি জিনিস হলেও কেনার চেষ্টা করে মানুষ ।

তবে বেশ কিছুদিন ধরে সোনার দাম অতিরিক্ত বেশি থাকায় নিজেদের সাধ্যমত বা সামান্যতম সোনার জিনিস কিনতে দ্বিধাবোধ করছিল মানুষ। তবে কত বৃহস্পতিবার সোনার দাম অন্যদিনের তুলনায় কম থাকায় স্বস্তির নিঃশ্বাস পড়েছে অনেকের। গত বুধবার ২৪ক্যারেট সোনার দাম ছিল ৬৩৪৭ টাকা প্রতি গ্রাম। বৃহস্পতিবার ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৬২৯৭ টাকা প্রতি গ্রাম। একদিকে কালীপুজোর আগে ধনতেরাসের মরশুম এবং অন্যদিকে আগামী মাসে বিয়ের মরশুম সবমিলিয়ে সোনার দাম কমায় দুশ্চিন্তার ভাঁজ দূর হয়েছে মধ্যবিত্তদের কপাল থেকে।

কারণ আগামী মাসে বিয়ের উপলক্ষে অনেকেই এই ধনতেরাসের সময় প্রতি গয়নার ওপর অতিরিক্ত ছাড়, লাকি ড্র এবং অন্যান্য সুবিধার কারণে আগে থেকে সোনার গয়না গড়াতে শুরু করে। সেক্ষেত্রে যারা অপেক্ষা করছিল সোনার দাম কমায় , এবার তারাও নিজেদের পছন্দ অনুযায়ী সাধ্যমত সোনার গয়না বা সোনার যে কোন জিনিস কিনতে আর দ্বিধা বোধ করবে না। কালী পুজোর আগে একলাফে সোনার দাম কমায় ক্রেতারা একদিকে যেমন নিজেদের পছন্দ অনুযায়ী সোনার যে কোনো জিনিস কিনতে পারবেন। পাশাপাশি সেই সোনার জিনিসের ওপর ধনতেরাস উপলক্ষে পাবেন আরো অতিরিক্ত ছাড়। সবমিলিয়ে কালীপুজোর আগে মুখে হাসি ফুটলো মধ্যবিত্তদের।