নিম্নচাপের দাক্ষিণ্য মঙ্গল, বুধবার ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে, বইবে ঝোড়ো হাওয়া

0

Last Updated on August 8, 2022 6:00 PM by Khabar365Din

৩৬৫ দিন। নিম্নচাপের দাক্ষিণ্য শেষমেশ বৃষ্টি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে বঙ্গে। পূর্বাভাস দিয়ে তেমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। দফতরের খবর, কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। ৯ এবং ১০ তারিখ নাগাদ বাড়বে বৃষ্টির পরিমাণ। বইতে পারে ঝোড়ো হাওয়া। একাধিক জেলায় জারি কমলা সতর্কতা।

দফতর একটি বুলেটিন প্রকাশ করে জানিয়েছে, গত শনিবার, ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলে জন্ম নিয়েছে একটি নিম্নচাপ। শেষ পাওয়া খবর অনুযায়ী, একটি সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে উত্তর পশ্চিম এবং সন্নিহিত পশ্চিম মধ্য বঙ্গোপসাগর, অর্থাৎ ওড়িশা এবং সন্নিহিত অন্ধ্রপ্রদেশ উপকূলে। আগামী ৪৮ ঘন্টায় আরও শক্তি বাড়িয়ে এটি পরিণত হবে একটি গভীর নিম্নচাপে। এবং ধীরে ধীরে এগোবে পশ্চিম উত্তর পশ্চিম ওড়িশা ছত্রিশগড়ের দিকে।

সেই প্রভাবেই রাজ্যে বৃষ্টি চলবে। ৮ তারিখ অর্থাৎ, আজ, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। ৯ তারিখ কমলা সতর্কতা। এদিন, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টি। কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায় মাঝারি বৃষ্টি। ১০ তারিখ, বুধবার দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টি, জারি কমলা সতর্কতা।

কলকাতা, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া জেলায় বৃষ্টি, জারি হলুদ সতর্কতা। ১১ তারিখ, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি। শুধুমাত্র বৃষ্টি নয়। একই সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। সাগর, মন্দারমনি, দীঘায় চলছে সতর্কতামূলক প্রচার। ৮ তারিখ উপকূলের জেলায় ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘন্টা বেগে বইবে ঝোড়ো হাওয়া। ৯ এবং ১০ তারিখ, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ৫০ থেকে ৬০ কিমি প্রতি ঘন্টা থাকবে ঝড়ের গতি। দক্ষিণের বাকি জেলায় ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘন্টা।

মৎস্যজীবীদের ৮ থেকে ১০ তারিখ পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। ভারী বৃষ্টির কারণে জলমগ্ন হতে পারে অপেক্ষাকৃত নীচু এলাকা। সবজির ক্ষতি হতে পারে বৃষ্টিতে।সতর্কতা জারি করে দফতর জানায়, বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে থাকা। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা জেলায় উপকূলে, দীঘা, সাগর, মন্দারমনিতে বন্ধ রাখতে হবে ওয়াটার অ্যাকটিভিটি। এদিকে, মৌসম ভবনের খবর, মৌসুমী অক্ষরেখা সক্রিয়।

এছাড়া, নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গ ছাড়াও ঝাড়খণ্ড, ওড়িশা, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরা, মধ্য প্রদেশ, গুজরাত, গোয়া, মহারাষ্ট্র, অন্ধ্র প্রদেশের উপকূল, কর্ণাটক, কেরল, তেলেঙ্গানা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানায় বৃষ্টি হবে। ৮ এবং ১০ তারিখ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে ওড়িশা। দক্ষিণবঙ্গ ৯, ১০ তারিখ ভারী বৃষ্টি হবে।





LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here