Last Updated on November 17, 2021 5:32 PM by Khabar365Din
365 দিন। সুরজিৎ সাহার পর এবার সুরজিৎ ‘ঘনিষ্ঠ’ কার্যকর্তা বিমল প্রসাদ। ফের শুভেন্দুকে তুলোধনা করে ভাজপা ছাড়লেন হাওড়ার আরও এক নেতা। মঙ্গলবার রাতে এক ভিডিও বার্তায় বিমল প্রসাদ বলেন, “আমি দলের হাওড়া সদরের সম্পাদক ছিলাম। এবং দলের আইটি সোস্যাল মিডিয়ার ইনচার্জ ছিলাম। আমি দলের এই দায়িত্ব থেকে পদত্যাগ করছি। গত ২ -৩ দিন ধরে আমাদের জেলায় যে রাজনৈতিক চাপান উতর শুরু হয়েছে এবং আমাদের সদরের জেলা সভাপতি ( বর্তমানে বহিষ্কৃত ) এবং সব কার্যকর্তাকে যেভাবে দোষারোপ করা হয়েছে সেটা আমি মেনে নিতে পারছি না। যে অভিযোগ করা হয়েছিল রাজ্য নেতৃত্বের তরফ থেকে তা আমি তা অস্বীকার করছি। এই নিয়ে প্রতিবাদ করায় আমাদের দলের সদরের সভাপতি সুরজিৎ সাহাকে বহিষ্কার করা হয়েছে। সেটাও আমি মেনে নিতে পারছি না। তাই ওনার লড়াইকে সমর্থন জানিয়ে আমি আমার সব দায়িত্ব পদ থেকে নিজে সরে যাচ্ছি।”
উল্লেখ্য, ২০২১ এর বিধানসভা ভোটে হাওড়া জেলায় বিজেপির বিপর্যয়ের দায় প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেছিলেন, আপনারা জিতবেন হাওড়া পুরসভা ? আমি হাওড়া জেলার এক নেতাকে জানি যাঁর অরূপ রায়ের সঙ্গে দহরম মহরম। এরপরই শুভেন্দুকে সরাসরি আক্রমণ করে সংবাদমাধ্যমে ক্ষোভ ব্যক্ত করেন হাওড়া সদরে দলের সভাপতি সুরজিৎ সাহা। প্রশ্ন তোলেন শুভেন্দুবাবু সৎ কিনা আগে সার্টিফিকেট দিন। বিজেপি কর্মীরা ওনার কাছ থেকে সার্টিফিকেট নেবেন না কে কত বড় বিজেপি। তাঁকেই প্রমাণ করতে হবে তিনি কত বড় সৎ। নারদা কান্ডে তাঁকে ( শুভেন্দু ) টাকা হাতে নিতে দেখা গিয়েছে। বিজেপির কোনও কর্মীকে টাকা নিতে দেখা যায়নি। সংবাদমাধ্যমের কাছে সুরজিতের এই মন্তব্যের পরই বিকেলে দল থেকে তাঁকে বহিষ্কার করে দল। এবার এই ইস্যুতে সুরজিৎ সাহাকে সমর্থন জানিয়ে দলের পদ ছাড়লেন বিমল প্রসাদ।