ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেতে চলেছে জাহ্নবী কাপুর পরবর্তী ছবি গুড লাক জেরি

0

Last Updated on June 22, 2022 6:18 PM by Khabar365Din

৩৬৫দিন। বন্দুক হাতে তৈরি জাহ্নবী কাপুর। ওটিটি তে মুক্তি পেতে চলেছে তার পরবর্তী ছবি গুড লাক জেরি। মুক্তি পেল ছবির প্রথম পোস্টার। ব্ল্যাক কমেডি এই ছবির পরিচালনা করছেন সিদ্ধার্থ সেনগুপ্ত। অর্থাৎ বাঙালি পরিচালক। গুডলাক জেরির প্রযোজনায় রয়েছেন আনন্দ এল রাই। এটি দক্ষিণী ছবির রিমেক বলে জানা গিয়েছে।

জাহ্নবী এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন এবং সিনেমার শুটিং হয়েছে পাঞ্জাব ও চণ্ডীগড়ের একাংশে। এই পোস্টার শেয়ার করে জাহ্নবী জানিয়েছেন যে এই ছবিটি ২৯ জুলাই ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে । ছবির দু’‌টি পোস্টারের একটিতে দেখা গিয়েছে বন্দুক হাতে ধরে রয়েছেন, অন্য পোস্টারে ভয়ার্ত মুখ নিয়ে কোথাও লোকাচ্ছেন। এই দু’‌টি পোস্টার শেয়ার করে জাহ্নবী ক্যাপশনে লিখেছেন, নতুন অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়েছি, গুডলাক বলবেন না?‌

প্রসঙ্গত, জাহ্নবী কাপুর কে বর্তমানে অন্যতম ব্যস্ত অভিনেত্রী বলে গণ্য করা যায় কারন এ বছর পর পর মুক্তি পেতে চলেছে তার তিনটি ছবি যার মধ্যে অন্যতম হল, রাজকুমার রাওয়ের বিপরীতে মিস্টার অ্যান্ড মিসেস মাহি। বরুণ ধাওয়ানের সঙ্গে নীতেশ তিওয়ারি পরিচালিত বাওয়াল -এতেও দেখা যাবে জাহ্নবীকে। এর পাশাপাশি জাহ্নবীকে দেখা যাবে মিলি সিনেমায়। যার পরিচালনার দায়িত্বে রয়েছেন মাতুকুট্টি জেভিয়ার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here