Last Updated on November 20, 2023 6:51 PM by Khabar365Din
এর থেকে বড় লজ্জার কিছু হতে পারে না। দেশের মাটিতে বিশ্বকাপ ক্রিকেট ফাইনাল, অথচ সেখানে নিমন্ত্রিতদের তালিকায় নেই কপিল দেব। দেখা গেল না মহেন্দ্র সিং
ধোনিকেও। বিসিসিআইয়ের এমন সিদ্ধান্ত নিয়ে হতবাক সবাই। কারা নিমন্ত্রিত অতিথিদের তালিকা তৈরি করেন প্রশ্ন উঠতে পারে। রাজনৈতিক সিদ্ধান্ত আছে কিনা সেটা নিয়েও কথা বলা যেতে পারে।
বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। ভারতের সামনে বিশ্বকাপের হাতছানি। ভারতের হাতে বিশ্বকাপ দেখতে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ঝাঁপিয়ে পড়েছে দেশবাসী। কানায়-কানায় পূর্ণ স্টেডিয়ামে যেন চাঁদের হাট। বিনোদন থেকে ক্রিকেটজগৎ বাদ নেই কেউ। তবে যার হাতে উত্থান তিনিই আজ উপেক্ষিত। বিসিসিআইয়ের আমন্ত্রণ থেকে বঞ্চিত ১৯৮৩ বিশ্বকাপের নায়ক কপিল দেব। হতবাক ক্রিকেটমহল।১২ বছর পর ভারতে বিশ্বকাপ। শুধু তাই নয়, এক যুগ পর বিশ্বকাপ ফাইনালে খেলছ ভারত।
বাড়তি উত্তেজনা কাজ করছে খুব স্বাভাবিকভাবেই। বিশ্বকাপ ফাইনালকে স্মরনীয় করে তুলতে তাই কোনও রকম কার্পণ্য করেনি বিসিসিআই। ক্রিকেট বিনোদনের সঙ্গে রয়েছে নানা চমক। গান, নাচ, এয়ার শো বাদ নেই কিছুই। ভারত-অস্ট্রেলিয়া ফাইনালে বিশ্বজয়ী সব অধিনায়ককে আমন্ত্রণের চিঠি পাঠিয়েছে আইসিসি। প্রত্যাশা ছিল পুরো দল নিয়ে বিশ্বকাপ ফাইনাল দেখবেন। তবে পুরো দলকে ডাকা হয়নি, তাই নিজেও আমেদাবাদের পথে পা বাড়াননি কপিল। ভারতবর্ষের ক্রিকেটের চেহারাটাই বদলে দিয়েছিল ১৯৮৩’র বিশ্বকাপ। ভারতের সেই জয়ের নেপথ্য নায়ক ছিলেন হরিয়ানা হ্যারিকেন।
ভারতের কাছে ৮৩’র বিশ্বকাপ রূপকথার মতোই। অতি বড় ক্রিকেট সমর্থকও ভাবতে পারেনি ভারত এমন কিছু করতে পারে। ভারতকে সেই জয় এনে দিয়েছিলেন কপিল। আজ এক যুগ পর ভারতের সামনে ফের বিশ্বকাপের হাতছানি। তবে মাঠে নেই সেই কপিল দেব! যা মানতে পারছে না ক্রিকেটপ্রেমীরা। কপিল দেব জানিয়েছেন তিনি আশা করেছিলেন তাকে এবং ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্যদের নিমন্ত্রণ করা হবে ফাইনাল দেখার জন্য। কিন্তু তিনি নিমন্ত্রণ পাননি। একবার ভদ্রতার খাতিরে কেউ ফোন করেনি। এটা নিয়ে অবশ্য দুঃখ নেই কপিলের। কিন্তু তিনি মুখে কিছু না বললেও মনে মনে দুঃখ পেয়েছেন তাতে সন্দেহ নেই। এটা জানার পর ভারতের সাধারণ ক্রিকেটপ্রেমীরাও বিসিসিআইকে সমালোচনা করবেন সেটাই স্বাভাবিক। আসলে এভাবে ভারতের ইতিহাসের অন্যতম সেরা
ক্রিকেটারকে অপমান করা মানুষ ভালো মনে নেবে না।