Last Updated on July 11, 2021 12:00 PM by Khabar365Din
৩৬৫ দিন। যাবতীয় করোনা বিধি উড়িয়ে মধ্যরাতে উদ্দাম মদ্যপান এবং মাদক সহকারে পার্টি করতে গিয়ে পার্ক হোটেলে পুলিশের হাতে ধরা পড়ল ৩৭ জন। কলকাতা পুলিশের আচমকা তল্লাশিতে বাজেয়াপ্ত হয়েছে বহুমূল্য কয়েকটি গাড়ি, মদের বোতল এবং ডিজে সামগ্রী।


ধৃতদের বিরুদ্ধে ডিজাস্টার ম্যানেজমেন্ট একটা অনুযায়ী মামলা দায়ের করেছে পুলিশ। এছাড়াও তল্লাশি চালানোর সময় পুলিশ আধিকারিক দের দৈহিক হেনস্থা করার অভিযোগ উঠেছে ধৃতদের বিরুদ্ধে।