Last Updated on July 6, 2021 5:59 PM by Khabar365Din
৩৬৫ দিন। একুশের বিধানসভা নির্বাচনের নির্বাচনী ম্যানিফেস্টোতে মমতা ঘোষণা করেছিলেন তৃতীয়বারের জন্য রাজ্য সরকার গড়ে বিধান পরিষদ ফিরিয়ে আনবেন। সেইমতো শপথ নেওয়ার পর এই রাজ্য মন্ত্রিসভার কেবিনেট বৈঠকে পাস হয়েছিল বিধান পরিষদ তৈরি করার সিদ্ধান্ত।
আজ সপ্তদশ বিধানসভার প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে দুই তৃতীয়াংশ ভোটে পার হয়ে গেল বিধান পরিষদ বিল।