আবার সাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

0

Last Updated on August 13, 2022 4:56 PM by Khabar365Din

৩৬৫ দিন। আরও একবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়ে আশার কথা শোনাল হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত হতে পারে একটি নিম্নচাপ। যার জেরে শনিবার থেকে সোমবার পর্যন্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। উপকূলের জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। বইবে ঝোড়ো হাওয়া।

১৪ তারিখ দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা জেলার দু একটি জায়গায় ভারী বর্ষণের পূর্বাভাস, জারি হলুদ সতর্কতা। ১৩ তারিখ দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলায় ৩০-৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ১৪ এবং ১৫ তারিখ, ৪০-৫০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। ১৫ তারিখ পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে মৎসজীবীদের। ভারী বৃষ্টির কারণে জলমগ্ন হতে পারে অপেক্ষাকৃত নীচু এলাকা। সবজির ক্ষতি হতে পারে বৃষ্টিতে।

সতর্কতা জারি করে দফতর জানায়, বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে থাকা। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা জেলায় উপকূলে, দীঘা, সাগর, মন্দারমনিতে বন্ধ রাখতে হবে ওয়াটার অ্যাকটিভিটি। উল্লেখ্য, নিম্নচাপের উত্তরের পাশাপাশি দক্ষিণেও সদয় মৌসুমী বায়ু। আগামী ৪৮ ঘন্টায় বৃষ্টি কিছুটা হলেও বাড়বে দক্ষিণবঙ্গে। বাদ থাকছে না কলকাতাও। দফতর সূত্রে খবর, প্রচুর জলীয় বাষ্প ঢুকছে সমতলে। যার ফলে বৃষ্টি হচ্ছে। দফতরের পূর্বাভাস মতই গতকাল কলকাতা সহ একাধিক জেলায় ভারী বৃষ্টি হয়।

আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, টানা বৃষ্টির ফলে নদীর জলস্তর বৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে পাহাড়ে ধস নামার সম্ভাবনা। নিচু এলাকায় জলমগ্ন হওয়ার সম্ভাবনা। শস্যের ক্ষতি হতে পারে। পরামর্শ দিয়ে আবহাওয়াবিদরা জানান, মাঠ থেকে পাকা ফসল তুলে নেওয়া, বজ্রপাতের সময় ঘরের মধ্যেই থাকা। জল জমে যাতে ফসল নষ্ট না হয়, সেজন্যে জমির মধ্যে ড্রেন করে দেওয়া। এবার স্বাভাবিকের থেকে ৬ দিন পিছিয়ে গিয়ে বর্ষা প্রবেশ করেছে দক্ষিণবঙ্গে। আর তারপর থেকেই বৃষ্টিহীনতায় ভুগেছে দক্ষিণের জেলাগুলো। সেই ঘাটতি পূরণের সম্ভাবনা এখনই নেই, বলে সাফ জানিয়েছেন আবহাওয়াবিদরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here