Last Updated on October 12, 2020 10:58 PM by Khabar365Din
দুই অশুভ শক্তির বিনাশেই অসুরদলনী মা এসেছেন
৩৬৫ দিন। করোনা অতিমারীর মধ্যেই বিজেপির নোংরা রাজনীতির কড়া ভাষায় সমালোচনা করলেন বাংলার মুখ্যমন্ত্রী। সোমবার নজরুল মঞ্চে দলীয় মুখপাত্র জাগো বাংলার শারদ সংখ্যা উদ্বোধন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, যদি সবাই কোভিডে মারা যায়, তাতেও ওদের আচ্ছা, ওকে যেনতেন প্রকারে ক্ষমতা দখল করতেই হবে। আমরা বলি, অনেক করেছেন, অনেক করার চেষ্টাও করছেন, আপনাদের মতোই অশুভ শক্তিকে বিনাশ করবার জন্যই অসুরদলনী মা পৃথিবীতে আসেন। উল্লেখ্য, করোনা আবহের মধ্যে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন সাধনের পাশাপাশি রাজ্যবাসীর এই সংকটে তাদের পাশে দাঁড়িয়ে একাধিক প্রকল্পের সুবিধা পাইয়ে দিয়ে সবদিক সামাল দিচ্ছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, বাংলার একটা সংস্কৃতি রয়েছে। ওরা বাংলার সংস্কৃতিকে জানেনা। দিল্লিতে চিত্তরঞ্জন পার্কে একটিমাত্র পুজোর অনুমতি দেওয়া হয়েছে। উত্তর প্রদেশ, আসামে পুজোর অনুমতি দেওয়া হয়নি। আমরা স্বাস্থ্যবিধি মেনে পুজো করব। পুজো দেখতে আসা জনসাধারণের প্রতি মুখ্যমন্ত্রীর আবেদন, আপনারা মাস্ক পরে পুজো প্যান্ডেলে ঢুকবেন। নজরুল মঞ্চে যাওয়ার আগে নবান্নে মুখ্যমন্ত্রী জানান আগামী ,১৫, ১৬ ও ১৭ ই অক্টোবর নবান্ন থেকেই সকল পুজো গুলির ভার্চুয়ালি উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। পুজো উদ্যোক্তাদের মাইকে করোনা সচেতনতা প্রচার করার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। উৎসবে সর্ব ধর্মের মানুষকে যোগ দিতে আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পুজোয় কোভিড স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি বিজায়া উপলক্ষেও সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আবেদন জানিয়েছেন তিনি। বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করে শ্রদ্ধা জানানো ছোট বা সমবয়সীদের ক্ষেত্রে কোলাকুলির মধ্যে শুভেচ্ছা বিনিময়- বিজয়ার এই চিরায়ত রীতি স্বাস্থ্যবিধি মেনে এইবার স্থগিত রাখার আহ্বান জানানো হয়েছে। বরাবরই তিনি রাজ্যবাসীর বিপদে-আপদে ঝাঁপিয়ে পড়েছেন, এই সংকটের দিনেও পাশে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী, তাতেই আশ্বস্ত গোটা রাজ্যবাসী।