প্রস্তাবক ইসমাত হাকিম, নিসপাল সিং রানেকে নিয়ে গণেশ চতুর্থীতে মনোনয়ন জমা মমতার

0

Last Updated on September 11, 2021 1:06 AM by Khabar365Din

ভবানীপুরে জাতি ধর্মের সমন্বয়

মমতা’র দুই প্রস্তাবকের একজন ফিরহাদ হাকিমের স্ত্রী ইসমত হাকিম, অন্যজন ভবানীপুরের মল্লিকবাড়ির সুপারস্টার রঞ্জিত মল্লিকের জামাই এবং ভবানীপুরের শিখ সম্প্রদায়ের অন্যতম প্রধান ব্যক্তিত্ব বাংলা চলচ্চিত্রের প্রযোজক সুরিন্দর সিং-এর সুযোগ্য পুত্র পরিচালক প্রযোজক নিসপাল সিং রানে।


৩৬৫ দিন। গণেশ চতুর্থীর দিন শুক্রবার ভবানীপুরে উপ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতা। ‌এদিন দুপুর দুটোর কিছুটা পরে আলিপুর সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন পত্র জমা দেন মমতা। প্রসঙ্গত, ২০১১ সালে প্রথমবার মুখ্যমন্ত্রী হওয়ার পর ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনে দাঁড়িয়ে যেতেন মমতা। তারপর থেকে ভবানীপুরেই ভোটে লড়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। কিন্তু গত বিধানসভা নির্বাচনে ভবানীপুর ছেড়ে মমতা প্রতিদ্বন্দ্বিতা করেন নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে। ভবানীপুরকে আটটি ওয়ার্ডে ভাগ করে তৃণমূলের শীর্ষ প্রতিনিধিদের প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রস্তাবক হিসেবে মমতার সঙ্গে এই দিন উপস্থিত ছিলেন ভবানীপুরের জামাই (কোয়েল মল্লিকের বর) নিসপাল সিং রানে। পারিবারিক সূত্র ধরেও, নিসপাল সিংরা ভবানীপুরের শিখ সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। আরেকজন প্রস্তাবক হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিমের স্ত্রী ইসমত হাকিম। এদিন যে মুহূর্তে আলিপুর সার্ভে বিল্ডিংয়ে মমতা উপস্থিত হন, ফুটপাতে দাঁড়িয়ে থাকা উদ্বেলিত জনতা তাঁকে দেখে হাত নাড়তে থাকে। মমতাও প্রতি নমস্কার করেন। নির্বাচন কমিশন গাইডলাইনস বেঁধে দিয়েছে, মনোনয়ন পেশ, কিংবা ডোর টু ডোর ক্যাম্পেইনিং এর সময়ে হাতেগোনা কয়েকজন মাত্র ব্যক্তি প্রার্থীর সঙ্গে থাকতে পারবে। এদিন কোভিড প্রটোকল মেনেই মনোনয়ন পেশ করেন মমতা। এরপর এই সোশ্যাল মিডিয়ায় মমতার উল্লেখযোগ্য পোস্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here