Last Updated on October 3, 2021 8:42 PM by Khabar365Din
৩৬৫দিন।
ঘড়ির কাঁটা তখন সবে আড়াইটে ছাড়িয়েছে। ভবানীপুরের বিধানসভা ভোটের ফল ঘোষিত হয়েছে, অভিষেক কন্যা আজানিয়ার হাত ধরে বাইরে বেরিয়ে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কালীঘাটের বাড়ির সামনে তখন প্রচুর মানুষ। একবার শুধু মমতাকে দেখার অপেক্ষা। অপেক্ষার অবসান ঘটিয়ে বাড়ির সামনে রাখা ব্যারিকেড পর্যন্ত এগিয়ে এলেন তিনি। পাশে অভিষেক সহ পরিবারের সকল সদস্যরা।৫৮ হাজারের বেশি ভোটে জয় পাওয়ার পরও ভিক্ট্রি সাইন দেখলেন না। বরং ডান হাতের তিন আঙ্গুল তুলে সবাইকে স্বাগত জানালেন তিনি। তৃণমূল ৩-০। ৩ উপনির্বাচনে বামরামকে ধরাশায়ী করে বিজয়ী হওয়ার জন্য বাংলার মানুষকে ধন্যবাদ দিলেন।শুধু তাই নয়, আজই আগামী ৩০ অক্টোবর ৪ আসনে নির্বাচনের প্রার্থীর নামও ঘোষণা করে দিলেন তিনি।
মমতা বলেন,ভবানীপুরের ভোট আটকাতে অনেক চক্রান্ত হয়েছিল। মামলা চলেছে। ভবানীপুরের মানুষ দেখিয়ে দিয়েছেন। সব চক্রান্তের জবাব দিয়েছেন।একটা কেন্দ্রে আমরা জিততে পারিনি। বাংলার মানুষ আঘাত পেয়েছিলেন। এবার ভবানীপুর জবাব দিল।এই প্রথম আমরা একটা ওয়ার্ডেও হারিনি । এটা রেকর্ড।ভবানীপুর ছোট জায়গা কিন্তু বৃত্তটা অনেক বড়। তাই ৩৫০০ পুলিশ পাঠিয়েছিল। আমার মন পড়ে আছে জঙ্গিপুর, সামশেরগঞ্জ ওখানেও আমরা এগিয়ে আছে তাই আমি আর ভিকট্রি দেখাচ্ছি না আমি থ্রি দেখাচ্ছি।সামশেরগঞ্জ জঙ্গিপুরেও আমাদের প্রার্থীরা এগিয়ে রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই ফলাফল পরিষ্কার হয়ে যাবে। এখন তো তৃণমূলের প্রার্থীদের ভোটের ব্যবধান আরো বেড়ে গিয়েছে। বাংলার মানুষকে আমার ধন্যবাদ। এই ভাবে আমাদেরকে সমর্থন জানানোর জন্য।
কোভিড বিধির জন্য বিজয় মিছিল নয়
কোন বিজয় মিছিল করবেন না। অনেক জায়গায় বন্যা হয়েছে আগামী দুদিন বৃষ্টি হবে মানুষের পাশে থাকুন সেবা করুন এটাই তৃণমূলের ধর্ম মা মাটি মানুষের সেবা করতে হবে। এটা আমাদের ভুললে চলবেনা।
প্রসঙ্গত,ভবানীপুর উপনির্বাচনে ৫৮ হাজার ৮৩২ ভোটে রেকর্ড জয় পেলেন বাংলার মুখ্যমন্ত্রী। ২০১১ কিংবা ২০১৬ সালের নিজের রেকর্ড ভোটের মার্জিনকেও এবার ছাপিয়ে গেলেন তিনি। ভবানীপুরের সাতটি ওয়ার্ডের মধ্যে একটি ওয়ার্ডেও হারেনি তৃণমূল। ভবানীপুরে জাতি, ধর্ম, নির্বিশেষে সকলেই দুহাত তুলে সমর্থন জানিয়েছে তৃণমূলকে। মমতার ধারে কাছে পৌঁছাতে পারেনি ভাজপা প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। রবিবার প্রথম রাউন্ডের গণনার থেকেই লিড নিতে শুরু করে তৃণমূল। তারপর সময় যত গড়িয়েছে ততই বেড়েছে তৃণমূলের ভোটের ব্যবধান। ২১ রাউন্ড গণনা শেষে দেখা যায় মমতার কাছে কার্যত ধুলোয় উড়ে গিয়েছে প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। শেষ খবর অনুযায়ী মাত্র ২০ হাজার ৪৬৮ ভোট পেয়েছে ভাজপা।স্বাভাবিকভাবেই সিপিএম বিধানসভা নির্বাচনের মতো ব্যাপক পরাজয়ের ট্রেন্ড বজায় রেখে ২৫২৯ টি ভোট পেয়ে কার্যত জামানত জব্দ হয়েছে। যেখানে ৭১ শতাংশ ভোট পেয়েছেন মমতা। ভাজপা পেয়েছে মাত্র ২৩ শতাংশ । সিপিএমের ঝুলিতে গেছে প্রায় ২ শতাংশ ভোট। এদিকে, জঙ্গিপুর ও সামশেরগঞ্জ বিরাট জয়ের পথে এগোচ্ছে তৃণমূল। জঙ্গিপুরের ৭০ হাজার ও সামশেরগঞ্জ ২১ হাজার ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থীরা