জাগো বাংলা’র প্রচ্ছদ শিল্পী মমতা’র ব্যাখ্যা, মা’র মুখে মাস্ক সন্তানকে রক্ষা সংক্রমণ থেকে

0

Last Updated on October 12, 2020 10:32 PM by Khabar365Din

৩৬৫ দিন। মা তার সন্তানকে আগলে রেখেছেন অতিমারী থেকে। মায়ের মুখে রয়েছে মাস্ক, সন্তান মায়ের কোলে সুরক্ষিত-তৃণমূলের দলীয় মুখপত্র জাগো বাংলার প্রচ্ছদে এই অভিনবত্ব দেখা দেখা গেল এবার শারদ সংখ্যা। শিল্পী আর কেউ নন খোদ বাংলার মুখ্যমন্ত্রী। সোমবার নজরুল মঞ্চে শারদ সংখ্যার উদ্বোধন করলেন তৃণমূল সুপ্রিমো বাংলার মুখ্যমন্ত্রী। এই সংকটের দিনে একদিকে যখন সবদিক কৃতিত্বের সঙ্গে সামাল দিয়েছেন মুখ্যমন্ত্রী, ব্যস্ত সময়ের মধ্যেই জাগো বাংলার প্রচ্ছদ এঁকেছেন তিনি। মুখ্যমন্ত্রীর লেখা ও সুর দেওয়া পুজোর অ্যালবাম সৃষ্টি র উদ্বোধন হলো এ দিন। বাংলার মুখ্যমন্ত্রী বললেন, মা দুর্গা করোনা থেকে বাঁচাতে সন্তানকে কোলে নিয়ে আছেন। ইন্দ্রনীল, অরূপ গানের ব্যাপারে আমাকে ইনসিস্ট করে থাকে। সৃষ্টি অ্যালবামের গানগুলো গেয়েছেন ইন্দ্রনীল সেন, রুপঙ্কর, দেবজ্যোতি, লোপামুদ্রা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here