অসহায় দরিদ্র মহিলার বাড়ি বানিয়ে দিলেন দেব, মহামারী দিনে মানুষ মানুষের পাশে দাঁড়াবে এটাই বাংলার সংস্কৃতি

0

Last Updated on September 20, 2020 8:24 PM by Khabar365Din

365 দিন। অসহায়ের পাশে ফের দাঁড়ালেন সাংসদ দেব। নিজের উদ্যোগে চন্দ্রকোনার এক অসহায় দরিদ্র বয়স্ক মহিলার জন্য বাড়ি বানিয়ে দিলেন তিনি। এ প্রসঙ্গে সাংসদ দেব বলেন, ‘কঠিন সময়ে মানুষের মধ্যে মনুষত্ব ফিরে আসা উচিত। মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো উচিত। একজন অসহায় মহিলার পাশে দাঁড়িয়ে কর্তব্য পালন করেছি। আগামী দিনেও মানুষের পাশে থাকবো।’ একইসঙ্গে তিনি জানান সামনের দিকে এগিয়ে যাওয়ার মানে মানবিকতার থেকে পিছিয়ে যাওয়া নয়। প্রতিটি প্রান্তের সাধারণ মানুষকে পরস্পরের পাশে থাকার আর্জি জানান তিনি । পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউন থানার জয়ন্তীপুর এলাকায় বাসিন্দা ৭০ বছরের ঊষা দোলুই পরিচারিকার কাজ করেন। তাঁর দুই ছেলে ও বৌমা থাকলেও তারা তাকে দেখেন না। ভাঙা ঘরে কার্যত প্রাণ হাতে করে বসবাস করতেন তিনি । বিষয়টি জানতে পারেন ঘাটালে দেবের প্রতিনিধি রামপদ মান্না। তিনি বিষয়টি সাংসদ দীপক অধিকারী ওরফে দেবকে জানান। বিষয়টি জানার পর অভিনেতা সাংসদ দীপক অধিকারী তার প্রতিনিধির মাধ্যমে ঐ মহিলার বাড়ি তৈরীর ব্যবস্থা করে দেন। দেবের প্রতিনিধি এসে দাঁড়িয়ে থেকে এক মাসের মধ্যে বাড়িটি তৈরি করে দেন। আপ্লুত ঊষা বলেন, ‘আমি জীবনে কোনদিন দেবকে দেখিনি, আমার নাতির বয়সি হবে। ওকে দেখার আমার খুব ইচ্ছা আছে। না দেখেও যেভাবে আমার মাথা গোঁজার জন্য বাড়ি তৈরি করে দিলেন তা কোনদিন ভুলবো না। ওর ঈশ্বর মঙ্গল করুক।’ সাংসদের উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারা। তারা জানিয়েছেন, নিজের ছেলে পুত্রবধূরা যেখানে অসহায় মাকে দূরে সরিয়ে দিয়েছিলেন সেখানে যেভাবে সাংসদ নিজের উদ্যোগে ঘর বানিয়ে দিলেন তা যথেষ্ট প্রশংসার যোগ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here