Last Updated on September 24, 2020 7:36 PM by Khabar365Din
৩৬৫ দিন। বার্লিন। মাত্র ৫ দিন আগেও তিনি ছিলেন ভেন্টিলেটরে। আর আজ সেই মানুষটিই সিঁড়ি দিয়ে ওঠানামা করছেন। ক্রেমলিন মুখে ছাই দিয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরছেন অ্যালেক্সি নাভালনি। ইনস্টাগ্রামে নিজের ছবি পােস্ট করে নাভালনি লিখেছেন, বার্লিন হাসপাতালের চিকিৎসকদের ধন্যবাদ। আমি আর কৃত্রিমভাবে বেঁচে নেই, ক্রমশ স্বাভাবিক হয়ে উঠছি। যদিও সিঁড়ি দিয়ে ওঠানামা করার সময় নাভালনির পা কাঁপছে। এখনও সেভাবে শ হাতে ধরতে পারছেন না জলের গ্লাস। চিকিৎসকদের অভিমত, খ ব দ্রুতই তার এই দুর্বলতাগুলি কেটে যাবে এবং তখন তিনি সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাত্রার মধ্যে ফিরে যেতে পারবেন। তবে সেটা কবে, কতদিন লাগবে তার সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে, তার নিয়ে স্পষ্ট করে কোনও আভাস দেননি বার্লিন হাসপাতালে চিকিৎসকরা। গত ২০ আগস্ট সাইবেরিয়া থেকে মস্কো যাওয়ার পথে বিমানেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন পুতিনের এই কট্টর সমালােচক। তাকে নিয়ে বিমান জরুরি অবতরণ করে ওমক্স শহরে। সেখানে ২ দিন হাসপাতালে থাকার পর তাকে নিয়ে আসা হয় বার্লিনের এই চ্যরট হাসপাতালে। নাভালনির রনের নমুনা পরীক্ষা করে দেখা যায় তার ওপর নভিচক নার্ভ এজেন্ট ব্যবহার করা হয়েছিল। জার্মান গােয়েন্দা সূত্রের বদ্ধমূল ধারণা, সাইবেরিয়াতে যে হােটেলে নাভালনি ছিলেন সেখানেই জলের বােতলে এই মারাত্মক রাসায়নিক বিষ মিশিয়ে দেওয়া হয়। রাশিয়া যদিও এখনও এই অভিযােগ অস্বীকার করছে।
