ফের মমতাকে খুনের চক্রান্ত

0

Last Updated on December 13, 2020 5:30 PM by Khabar365Din

সুব্রত মুখোপাধ্যায়ের গুরুতর অভিযোগ, মুখ্যমন্ত্রী বারবার নিরাপত্তার’ বেড়া ভেঙে সাধারণ মানুষের সঙ্গে মিশে যাচ্ছেন, গোয়েন্দা পুলিশ সতর্ক হোন

৩৬৫ দিন। একাধিকবার তাঁকে খুন করার চক্রান্ত হয়েছে। ক্ষমতায় তখন বাম সরকার, আন্দোলন প্রতিহত করার আড়ালে তৃণমূলনেত্রীকে খুন করার চক্রান্তে শামিল হয়েছে সিপিএম আশ্রিত ক্যাডার বাহিনী। কিন্তু কোন কিছুই তাঁকে দমাতে পারেনি, যতবার মানুষের কণ্ঠস্বর জোর করে থামাতে চেয়েছে রাষ্ট্রশক্তি, ততবার জনগণের আওয়াজ হয়ে প্রতিবাদে সোচ্চার হয়েছেন মমতা। এবার বিজেপির গেরুয়া বাহিনীর টার্গেট তিনি। যদি কোনভাবে তৃণমূলনেত্রীকে খুন করে সরিয়ে দেওয়া যায় এবং তৃণমূলের দিকে দোষারোপ করা যায় তাহলে বিজেপির ক্ষমতা দখলের পথ মসৃন হয়ে যাবে। এমনই মারাত্মক অভিযোগ করেছেন তৃণমূলের বর্ষিয়ান নেতা পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। সুব্রত মুখোপাধ্যায় বলছেন, মমতার সাথে ভোটের লড়াইয়ে যদি না পারে তাহলে বিজেপি গোপনে লোক লাগিয়ে তাঁকে খুন পর্যন্ত করতে পারে। আর সেই অপকর্মে তৃণমূলের নামেই দোষ দিয়ে দিতে পারে। এতো নিকৃষ্ট রাজনীতি করছে ওরা। প্রসঙ্গত, সুব্রত মুখোপাধ্যায়ের মতই রাজ্যের আরেক বর্ষিয়ান মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ও দলনেত্রীর দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের সাক্ষী থেকেছেন দীর্ঘদিন ধরে। ১৯৯০ সাল, হাজরা মোড়ে বাম সরকারের অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিলেন মমতা। সেদিনও তাঁকে খুন করার চক্রান্ত করা হয়। কোনক্রমে প্রাণে বেঁচে যান মমতা। ১৯৯৩ সালের ২১ জুলাই সিপিএম সরকারের পুলিশ 13 জন যুব নেতৃত্বকে গুলি চালিয়ে খুন করেছিল কলকাতায়। তখনও টার্গেট ছিলেন মমতাই। গার্ডেনরিচে তার গাড়িতে ইঁট, পাথর ছোড়া হয়, একাধিকবার খুনের চক্রান্ত করেও জননেত্রীর কণ্ঠস্বর থামানো সম্ভব হয়নি, বরং যত দিন গেছে ততই দেশের মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছেন মমতা। তাই এবার বিজেপির টার্গেট তৃণমূলনেত্রী। শোভনদেব চট্টোপাধ্যায়ের বলছেন, আমরা দীর্ঘদিন ধরে ওর নিরাপত্তা বাড়ানোর জন্য বলে এসেছি। উনি কোনদিনই সেই নিরাপত্তা নেন না। কিন্তু মমতাকে দেশের মানুষের সবথেকে বেশি প্রয়োজন। এই মুহূর্তে যখন বিজেপির বহিরাগত গুন্ডারা বাংলায় এসে অশান্তি সৃষ্টি করছে, তখন বাংলার মানুষের স্বার্থে মমতা রুখে দাঁড়িয়েছেন। আমরা দলের তরফে দলনেত্রীর নিরাপত্তা বৃদ্ধির আবেদন জানাব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here