নিষেধাজ্ঞা অমান্য করে বিজেপি নবান্নের সামনে ঝামেলা পাকানোর চেষ্টা করলে প্রস্তুত বিশাল পুলিশবাহিনী

0

Last Updated on October 8, 2020 11:07 AM by Khabar365Din

৩৬৫দিন। আজ বিজেপি যুব মোর্চার দুপুর ১২ টায় নবান্ন অভিযান। নবান্ন অভিমুখে চারদিক থেকে মিছিল নিয়ে আসার কথা বিজেপির। তৎপর প্রশাসনও।বুধবার রাত থেকেই কলকাতা ও হাওড়া পুলিশ কমিশনারেট নবান্নকে কেন্দ্র করে নিশ্ছিদ্র ত্রিস্তরীয় নিরাপত্তা গড়ে তুলেছে। এদিন প্রথম মিছিলটি রাজ্য বিজেপির সদর দফতর থেকে শুরু হয়ে সেন্ট্রাল অ্যাভিনিউ, মহাত্মা গান্ধী রোড হয়ে হাওড়া সেতু পেরিয়ে ফোরশোর রোড দিয়ে নবান্নে পৌঁছনোর কথা।পুলিশ সূত্রে খবর, হাওড়া ব্রিজে ওঠার আগে বড়বাজারে এই মিছিল আটকে দেওয়া হবে। এছাড়াও ফোরশোর রোডেও থাকবে ব্যারিকেড ও বিশাল পুলিশবাহিনী।দ্বিতীয় মিছিলটি হেস্টিংস থেকে শুরু হয়ে বিদ্যাসাগর সেতু হয়ে নবান্নে পৌঁছনোর কথা। পুলিশ বিদ্যাসাগর সেতুতে উঠানামার সবকটির মুখেই ব্যারিকেড করেছে। বিজেপির তৃতীয় মিছিলটিকে সাঁতরাগাছি ব্রিজে ওঠার মুখেই আটকে দিতে বিশাল বাহিনী ও গার্ডরেল বসিয়েছে হাওড়া পুলিশ কমিশনারেট। চতুর্থ মিছিলটি হাওড়া ময়দান থেকে শুরু হয়ে বঙ্গবাসী জি টি রোড কাজীপাড়া হয়ে নবান্নের দিকে আসার কথা। এই মিছিলটিকে আটকাতে হাওড়া পুলিশ লাইন ও কাজীপাড়ার মুখেই বিশাল ব্যারিকেড তৈরি করেছে পুলিশ। এছাড়াও বুধবার সন্ধ্যা থেকেই হাওড়া শিবপুর চ্যাটার্জি হাট বেলেপোল কাজীপাড়া সহ বিভিন্ন জায়গায় পুলিশ ও কমব্যাট ফোর্স মোতায়েন রেখেছে প্রশাসন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here