Last Updated on September 16, 2021 11:10 PM by Khabar365Din
৩৬৫দিন। ভবানীপুরের ভাজপা প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল নির্বাচন কমিশনের চিঠিকে ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দেন। আর আর তা প্রকাশ্যে স্বীকারও করে নেন তিনি। মনোনয়ন জমা দেওয়ার দিন কোভিডবিধি ভঙ্গ হয়েছে বলে অভিযোগ তুলে বুধবার প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে শোকজের চিঠি পাঠায় কমিশন। শোকজের চিঠি হাতে পাওয়ার পর ভবানীপুরের ভাজপা প্রার্থী বলেন, এরকম অনেক চিঠি পাই। ১০০ চিঠি পাই, ১৫০ চিঠি পড়ি,২০০ চিঠি ছিঁড়ে ফেলে দিই। যদিও তৃণমূলের দাবি, নির্বাচন কমিশন হল ভাজপার বি টিম।
আসলে সবটাই ভাজপা ও কমিশনের গট আপ তাই প্রকাশ্যেই চিঠি ছিঁড়ে ফেলার কথা বলতে পারলেন। এদিকে, বুধবারের মতো বৃহস্পতিবারও ভবানীপুরের প্রচারে গিয়ে কার্যত ঘাড় ধাক্কা খান প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। এদিন ভবানীপুরে প্রচারে গেলে সাধারন মানুষ ভাজপা প্রার্থীকে ঘিরে জয় বাংলা স্লোগান দিতে থাকেন। সেই চাপে পরেই তার প্রচারে নিরাপত্তায় থাকা পুলিশ অফিসারদের সঙ্গে অসভ্য আচরণ করার অভিযোগ উঠেছে প্রিয়াঙ্কার বিরুদ্ধে।