Last Updated on November 29, 2020 7:12 PM by Khabar365Din
ভক্ত হনুমানচাঁদ বাটপাড়িয়া
প্রজেক্টড সিএম ১ প্রথম কিস্তি
জয় শ্রীরামচন্দ্রজী, আমার নামের সঙ্গে আপনার পরিচয় নেই বটে। মনে রাখবেন আমিও একজন বড় রিপাের্টার। জানেন নিশ্চই স্যার আজকাল রিপাের্টার হতে কোনও যােগ্যতা লাগেনা, কোনও ট্রেনিং লাগে না, কোনও নিউজ পেপার লাগেনা, কোনও টিভি চ্যানেল লাগে , কোনও ডিজিটাল পাের্টাল লাগে না, কোনও পড়াশুনাে লাগে না। আমরা সােশাল মিডিয়া করি, ফেসবুক করি, হােয়াটসঅ্যাপ করি, আমরা রিপাের্টারের বাবা, আমার রিপাের্টারের ঠাকুর্দা,আমরা সব জানি। কী করে জানলাম জিজ্ঞে করবেন না, আমাদের সব সাের্স আছে। দুষ্টু লােকেরা বলেন, এইসব সাের্সের খবরনাকিসব ফেকনিউজ। ওসব আমরা কান দিইনা। আমরা ভাের থেকে মাঝরাত অবধি ফেসবুক করি, হােয়াটসঅ্যাপ করি, আমরা জানিনা, আর ওই চার পয়সার রিপাের্টাররা সব জানে?হলুর পঞ্চা, লােচন। আমি আগে মাকু পার্টি করতাম। প্রােমােটারকে চমকে চুন-বালি সাপ্লাইয়ের কাজ ছিল। তেমন কিছু না, ওই চলে যাচ্ছিল। তাে টিএমসি আসবে শুনে ওদিকে ভিড়ে গেলাম। স্যার কী বলব আপনাকে এই টিএমসি’র আমলে মন্দ হয়নি আমার। ট্রান্সপাের্টে চাকরি হয়েছে, ক্যাসুয়াল যদিও, বউকে প্রাইমারি স্কুলে ঢুকিয়ে দিয়েছি, ভাইজিকে কন্যাশ্রী পাইয়ে দিয়েছি, সাইকেল তাে আগেই পেয়েছে। জয়েন্ট ফ্যামিলি মিলিয়ে আমাদের এইসব প্রকল্পে খারাপ হচ্ছে না, ফ্রি সাইকেলই তাে আছে গােটা চারেক। আম্ফানে বস্তা বস্তা চাল ঢুকিয়েছি। কিন্তু স্যার আপনাকে বলে রাখি, টিএমসি আমি আর করছি না। চাকরি ফাকরি তাে সব আছে, ওগুলাে তাে সরকারি, যাবে না। কিন্তু বিজেপি স্যার আমাকে ক্যাশ অফার করেছে। মােটা ক্যাশ। ফিফটিন পারসেন্ট ব্যাঙ্কে ঢুকে গেছে। প্রমিস আছে জানুয়ারিতে আরও থার্টি ফাইভ ঢুকবে। পাওয়ারে এলেই বাকি ফিফটি। ৫ বছর শুধু ইন্টারেস্টে খাবাে স্যার। চাকরি ফাকরি তাে সব ফাউ। একটা স্যার বাজে রটনা চলছে, আমাদের নাকিটক্কর দিতে পারবে এমন একটা নেতাই নেই। আপনি কি সােশাল মিডিয়া করেন স্যার? আমরা কিন্তু সােশাল মিডিয়া গ্রুপ ১১ জন প্রজেক্টেড সিএম পেয়ে গেছি। মাকুরা এখন আপনার সাপাের্টে জানেন তাে স্যার?মাকুর ভােট স্যার আমাদের দিকে। এই ১১ জনের যে কোনও একজনকে আমরা সিএম করতে পারি। আজ ফাস্ট নামটা ছাড়লাম, দাদা নাম্বর ওয়ান। কেমন নাম বলুন তাে? আমার মেজো শালা বম্বেতে থাকে, ছােটো মেশাে থাকে রাজস্থান, ইস্কুলের বন্ধু বেঙ্গালুরুতে কল সেন্টারে—আমাদের সােশাল মিডিয়া গ্রুপ স্যার বিশাল গ্রুপ। সবাই আমরা ফাস্টচয়েজে রেখেছিদাদাকে। দাদা রাজনীতির রও জানেনা তাে কী? মানুষের সেবা, আদর্শের রাজনীতি ওসব এখন ব্যাকডেটেড। এখন ধান্দা আর কামানাের দিন। পরপর ১১ টা নাম দেবাে স্যার আপনাকে। আপনি শুধু বেছেদিন। জয়শ্রীরাম।