যোগী সরকার তালিকা থেকে রবীন্দ্রনাথকে ছেঁটে দিল, সিলেবাসে ঢুকলেন যোগী আদিত্যনাথ-রামদেব

0

Last Updated on July 15, 2021 7:00 PM by Khabar365Din

সৌগত সরকার। খবর ৩৬৫ দিন।

বহুত বাড়িয়া পোয়েট থে, রবীন্দ্রনাথ টেগর। আংরেজ জব বাঙাল কো ডিভাইড কর রহে থে,বহুত পরেশান কিয়া উনহোনে। ভানু সিং, উনকা ছদ্ম নাম – আপ্রাণ চেষ্টা করেও 
রবীন্দ্রনাথকে সামলাতে পারেনি ভাজপা। রবীন্দ্রনাথ নামটা শুনলেই মেরুদণ্ডে তুষার রক্তস্রোত নামছে অবাঙালি ভাজপার। অর্ধশতবর্ষ পরেও কতটা জাগ্রত এই ঠাকুর তা হাড়ে হাড়ে টের পেয়েছে ভাজপা থিঙ্কট্যাংক। জুজুর ভয়ের মত বাংলায় বিধানসভা নির্বাচন থেকে এই ভয় আজীবন তাড়া করে বেড়াবে মোদি, শাহ ,যোগীদের। এবার বদলার পালা। পরীক্ষামূলক অপারেশন রবীন্দ্রনাথ শুরু হল যোগী রাজ্য থেকেই। দশম থেকে দ্বাদশ শ্রেণীর সিলেবাসে বাদ দেওয়া হল গোটা এশিয়ার প্রথম সাহিত্যে নোবেলজয়ীর গল্প, কবিতা। সিলেবাসে রবিঠাকুরের ছুটি গল্পের ইংরেজি অনুবাদ হোম কামিং সরিয়ে ফেলা হয়েছে। তার জায়গায় ঢুকেছে রামদেবের হটযোগ সাধনা ।

শুধু রবীন্দ্রনাথই নন, ইন্টেলেকচুয়াল সব ধরণের টেক্সট বাদ দেওয়া হয়েছে। চরণ সিং শিক্ষা মডেল অনুসরণ করে বাদের তালিকায় যুক্ত হয়েছে সর্বপল্লী রাধাকৃষ্ণনের বিখ্যাত উওমেন্স এডুকেশন প্রবন্ধ,সরোজিনী নাইডুর বিখ্যাত কবিতা দা ভিলেজ সঙ। বাদের তালিকায় আছে চক্রবর্তী রাজাগোপালাচারীর শিক্ষা বিষয়ক প্রবন্ধ। কবি জন মিলটন, পি বি শেলীর কবিতাও বাদ পড়েছে দ্বাদশ শ্রেণীর সিলেবাস থেকে। একাদশ ও দ্বাদশ শ্রেণীর সিলেবাসে দর্শন বিভাগে  ঢুকেছে আদিত্যনাথের লেখা যোগ চিকিৎসা রহস্য এবং প্রাণায়াম পদ্ধতি। রামদেব, যোগী আদিত্যনাথের মত একঝাঁক নতুন দার্শনিক ও সাহিত্যিকের আবির্ভাবে নতুন ভাবে সেজে উঠছে উত্তরপ্রদেশের শিক্ষা ব্যবস্থা, এমনটাই যুক্তি দিচ্ছে সে রাজ্যের শিক্ষা দফতর। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here