Last Updated on November 20, 2023 7:28 PM by Khabar365Din
৩৬৫ দিন। ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় যখন সাংবাদিক সম্মেলনে এলেন তখন ভারতীয় ড্রেসিংরুমে চরম নিস্তব্ধতা, একই নিরবতা প্রেস রুমেও। কোনও ভারতীয় সাংবাদিকই প্রশ্ন করলেন না। এক ব্রিটিশ ও এক অস্ট্রেলীয় সাংবাদিক তাঁকে কিছু প্রশ্ন করার আগেই, তিনি বলা শুরু করলেন।
এই হারের কোনও অজুহাত নেই। পিচ স্লো, শিশির এসব বলার কোনও মানে নেই। ব্যাটিং,ফিল্ডিং ,বোলিং সব বিষয়ে আজ অস্ট্রেলিয়ার ছেলেরা আমাদের ছাপিয়ে গিয়েছে। আর এই সব ক্ষেত্র গুলোতেই আজ আমরা পিছিয়ে ছিলাম। আমাদের মিডল অর্ডার ব্যাটসম্যানরা তাদের যোগ্যতা অনুযায়ী পারফর্ম করতে ব্যর্থ হয়েছে। ঠিক তেমনই অস্ট্রেলিয়ার বোলাররা তাদের সেরাটা বের করেছে। বিশ্বকাপ ফাইনাল এমন একটা মঞ্চ,যেখানে দুই দলই তাদের সেরাটা দিতে চায়। কেউ সফল হয়,কেউ ব্যর্থ। এর দায় কারুর একার ওপর বর্তায় না। গোটা টুর্নামেন্ট আমাদের ছেলেরা দাপিয়ে পারফর্ম করে এসেছে। আজ হয়নি।
তিনটি কারণে আজ অস্ট্রেলিয়ার থেকে পিছিয়ে ছিলাম। প্রথমত, ওদের নিয়ন্ত্রিত বোলিং আমাদের কাঙ্ক্ষিত রান করতে দেয়নি। কামিন্স, স্টার্ক আর হ্যাজেলউড ভালো এবং নিয়ন্ত্রিত বল রেখে গিয়েছে। দ্বিতীয়ত অস্ট্রেলিয়ার প্রতিটি খেলোয়াড় দুর্দান্ত ফিল্ডিং করেছে। যা রানের গতি অনেক কমিয়ে দেয়। দুর্দান্ত ক্যাচ, গ্রাউন্ড ফিল্ডিং অন্তত ৪০ রান বাঁচিয়েছে। তৃতীয়ত, আমাদের মিডল অর্ডার দ্রুত রান তুলতে পারেনি,একই সঙ্গে হেড ও জাম্পার বোলিং ভালো ছিল। ব্যাটিং করার সময়তে দ্রুত তিন উইকেট হারিয়ে ওরা নার্ভ ধরে রেখেছিল। হেড আর লাবুসেনের ওই জুটি আমরা ভাঙতে ব্যর্থ হয়েছি। যেটা ম্যাচ উইনিং ছিল।
এটা ক্রিকেট কোনও চিত্রনাট্য নয়। একটা দিন খারাপ যেতে পারে,দুর্ভাগ্য সেটা আজকেই। আমি আমার ছেলেদের পরিশ্রম এবং পারফরম্যান্স এ খুশি। অস্ট্রেলিয়া দলকে শুভেচ্ছা। স্বল্প কথার মানুষ দ্রাবিড় ভালো করেই জানেন,ভারতের পরাজয়ের বলী তাকেই করা হবে। সূত্রের খবর,
বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলবে ভারতীয় দল। সেই সিরিজ়ে বিশ্রাম দেওয়া হতে পারে কোচ রাহুল দ্রাবিড়কে। তাঁর পরিবর্তে ভারতীয় দলের কোচের দায়িত্ব সামলাবেন আর এক প্রাক্তন ক্রিকেটার। ২০ বছর আগে নিজের সেরা ফর্মে জোহানেসবার্গের মাঠে অস্ট্রেলিয়ার কাছে পরাজয় মেনে নিতে হয়েছিল। ২০ বছর পর বিশ্বজয়ী হতেই পারতেন। তবে সেটা হল না। পর্দার আড়ালেই থেকে গেলেন ‘দ্য ওয়াল’।