Last Updated on September 21, 2020 12:26 PM by Khabar365Din
৩৬৫ দিন: নয়াদিল্লি। রাজ্যসভায় একতরফাভাবে কৃষি বিল পাস করানোর বিরোধিতা করা তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং দোলা সেন সহ ৮ সাংসদকে এক সপ্তাহের জন্য অধিবেশন থেকে বহিষ্কার করলেন রাজ্যসভার চেয়ারম্যান।
এই ঘটনায় কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠার অভিযোগ তুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় আজ সকালে টুইট করে বলেন, কৃষকদের স্বার্থ রক্ষার লড়াইতে রাজ্যসভা থেকে ৮ সাংসদকে সাসপেন্ড করা দেশের একনায়কতান্ত্রিক সরকারের গণতন্ত্র বিরোধী মনোভাব স্পষ্ট করে দিল। তবে আমরাও কোনভাবেই মাথা নত করব না। সংসদে এবং রাস্তায় নেমে দেশের এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। দেশের গণতন্ত্রকে হত্যা করেছে বিজেপি।