Last Updated on September 24, 2020 12:16 AM by Khabar365Din

৩৬৫ দিন। ১৯৮৬ সালে নিউ দিল্লি টাইমস’ নামক এই ছবি গােটা ভারতজুড়ে হইচই ফেলে দিয়েছিল। আমনে সামনে, সুহানা সফর, আ গলে লগ যা থেকে শুরু করে শশী কাপুরের একমাত্র জাতীয় পুরস্কারের ছবি নিউ দিল্লি টাইমস, শর্মিলা ছিলেন তাঁর যােগ্য সঙ্গী। ছবিটির মুখ্য দুই চরিত্রে ছিলেন শশী কাপুর এবং শর্মিলা ঠাকুর। এছাড়াও ওম পুরি কুলভূষণ খারবান্দা, এ কেহাঙ্গল, এম কে রায়নার মতাে দাপুটে অভিনেতারা সে ছবিতে ছিলেন। নিউ দিল্লি টাইমসের সিনেমাটোগ্রাফির দায়িত্বে ছিলেন সুব্রত মিত্র’র মতাে সেরা ক্রিয়েটর। সংবাদ মাধ্যমের স্বাধীনতা এবং রাজনৈতিক সংঘাত নিয়েই এই ছবিটি তৈরি হয়েছিল। পরিচালক রমেশ শর্মা এই ছবিটির পরিচালনা করেছিলেন। প্রায় ২৪ বছর পর এই ছবির সিকুয়েল নিয়ে ফিরে আসছেন তিনি। আর এই চিত্রনাট্য লিখছেন খালিদ মহম্মদ। সম্প্রতি লেখ ক এবং পরিচালক খালিদ মহম্মদ তাঁর সােশ্যাল মিডিয়াতে পােস্ট করে লেখেন ‘আমার বন্ধু রমেশ এবার পরিচালনা করতে চলেছেন নিউ দিল্লি টাইমস ছবির সিকুয়েল। আমাকে এই ছবির চিত্রনাট্য লেখার দায়িত্ব দেওয়া হয়েছে। ছবির মুখ | চরিত্রে কে থাকছেন তা খুব শীঘ্রই ঘােষণা করা হবে। তবে ঘনিষ্ঠ মহলে পরিচালক রমেশ শর্মা জানিয়েছেন, কে কে মেনন তাঁর সবচেয়ে পছন্দের অভিনেতা। তাই মনে করা হচ্ছে সম্ভাবত মেননই শশী কাপুরের সেই বিখ্যাত চরিত্রটি করবেন। সেই সময় ছবিটি ৩ টি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল। কিন্তু টেলিভিশন থেকে শুরু করে প্রায় এই ছবিটি দেখানােতে নিষেধাজ্ঞা জারি করেছিল। বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে যদি এই ছবির সিকুয়েল তৈরি করা হয় তাহলে নিশ্চিত এই ছবি নিয়েও বিতর্ক তৈরি হবে।