সত্যজিৎ ১০০ উপলক্ষে সন্দীপের জোড়া ছবি, এক ছবিতেই ফেলুদা ও প্রফেসর শঙ্কু

0

Last Updated on October 21, 2020 12:43 PM by Khabar365Din

৩৬৫ দিন। এবার একই সঙ্গে ফেলুদা আর প্রফেসর শঙ্কু। অর্থাৎ একই ছবিতে সত্যজিতের দুই কালজয়ী চরিত্র। সত্যজিৎ রায়ের জন্ম শতবর্ষে এটাই অগণিত সত্যজিৎ অনুরাগীদের জন্য সন্দীপ রায়ের উপহার। দেড় ঘন্টার ছবিতে দুটি অধ্যায়, দুটি গল্প, একটি ফেলুদা অন্যটি শঙ্কু। শুধু তাই নয়, বাংলার চলচ্চিত্র প্রেমীদের জন্য আর একটা সুখবর দিলেন সন্দীপ রায়, এবার জটায়ু আবার ফিরছে ফেলুদা গল্পে। তবে শঙ্কু আর ফেলুদার কোন গল্প নিয়ে ছবি হবে তা এখনো জানানো হয়নি। তা জানার জন্য আর একটু অপেক্ষা করতে হবে। এস ভি এফ এর প্রযোজনায় এই ছবির শুটিং আগামী বছর শুরু হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here