এবার পূর্ব মেদিনীপুর জেলা সভাপতির পদ থেকে শিশির অধিকারী অপসারিত

0

Last Updated on January 13, 2021 5:29 PM by Khabar365Din

৩৬৫ দিন। পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের সাংগঠনিক কমিটি পুনর্গঠন করে জেলা সভাপতির পদ থেকে অপসারণ করা হলো শিশির অধিকারীকে। গত মাসে কাঁথির পৌর প্রশাসকের পদ থেকে শুভেন্দু অধিকারীর ছোট ভাই সৌমেন্দুকে ছেঁটে ফেলার পরে গতকাল দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হয় কাঁথির সাংসদ শিশির অধিকারীকে। শিশিরকে নতুন কমিটিতে চেয়ারম্যান পদ দেওয়া হয়েছে। যদিও তৃণমূলের সাংগঠনিক রীতি অনুযায়ী সভাপতিই জেলা কমিটি পরিচালনা করেন। চেয়ারম্যান নামেই। পূর্ব মেদিনীপুর জেলার রাজনীতিতে অধিকারীদের বিরোধী বলেই পরিচিত নতুন সভাপতি সৌমেন। জেলা সংগঠনের কো-অর্ডিনেটর করা হয়েছে অধিকারী বিরোধী বলে পরিচিত মামুদ হোসেন, শেখ সুফিয়ান, গৌরমোহন দাস ঠাকুরদের। রাখা হয়েছে অধিকারীদের বিরোধী রামনগরের বিধায়ক অখিল গিরিকেও।
মূলত জেলা সভাপতি হওয়া সত্বেও তার বাড়িতে বসে তাঁর ছেলেরা তৃণমূলের বিরুদ্ধে অন্তর্ঘাতে লিপ্ত রয়েছেন জানা সত্বেও দলনেত্রী মমতার নির্দেশের পরেও তিনি কোনো ব্যবস্থা নেননি। শুধু তাই নয় নানা অজুহাত দিয়ে এড়িয়ে গিয়েছেন দলের একাধিক কর্মসূচি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here