Last Updated on June 9, 2022 8:45 PM by Khabar365Din
৩৬৫ দিন। ৪৭ বছর বয়েসেও তাঁর জৌলুস হারিয়ে যায়নি।বরং দিনে দিনে বাড়ছে।এমনই প্রমাণ দিচ্ছে অভিনেত্রী আমিশা প্যাটেলের (Ameesha Patel) সোশ্যাল মিডিয়ার ছবি। জন্মদিনে (Birthday) বিকিনি পড়ে সমুদ্রের ধারে চিল করছেন তিনি।তাঁর প্রোফাইলে রয়েছে অসংখ্য ছবি।কখনও নীল বিকিনি পড়ে রোদ পোহাচ্ছেন।
আবার কখনও হলুদ ট্যাঙ্ক টপের সঙ্গে ম্যাংগো জুস খাচ্ছেন।তাঁর হট লুকে বরাবরই দিওয়ানা তাঁর ভক্তরা।উল্লেখ্য,কহো না প্যায়ার হ্যায় – ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করা বলিউড (Bollywood) অভিনেত্রী আমিশা পটেলের কেরিয়ার বহু চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে গিয়েছে।তিনি ৪০-এর বেশি ছবিতে কাজ করেছেন।এর মধ্যে অনেক বিগ বাজেটের ছবিও ছিল।কিন্তু,এখন তিনি পর্দা থেকে দূরে রয়েছেন।তবে ৪০ পেরিয়ে তিনি আজও চির নতুন।এদিকে,জন্মদিনে সোশ্যাল মিডিয়া জুড়ে ভক্তদের শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছে।