Last Updated on October 6, 2020 3:18 PM by Khabar365Din
আগামী জানুয়ারি মাসে সৌমিত্র চট্টোপাধ্যায়-এর বয়স হবে ৮৬।
দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত এই অভিনেতা আজ সকালে ভর্তি হয়েছেন বেলভিউ নার্সিং হোমে। পরীক্ষায় দেখা গিয়েছে তিনি কোভিড পজিটিভ।
সম্প্রতি তাঁর উপর ” আমি সৌমিত্র ” শীর্ষক একটি আর্কাইভ তৈরির উদ্যোগ নিয়েছিলেন তাঁর কন্যা পৌলমি বসু। সৌমিত্রর বিবিধ সৃজনশীল কাজ রাখা থাকবে সেই আর্কাইভে । এর মধ্যে রয়েছে তাঁর লেখালিখি, নাটক পরিচালনা, ছবি আঁকা এবং চলচ্চিত্রে অভিনয়।
এই সমস্ত কিছুর অডিও ভিশ্যুয়াল তোলা হচ্ছিল নানা স্টুডিওয়। গত ২৬ তারিখ থেকে এই শ্যুটিং প্রক্রিয়া শুরু হয়েছিল। ৩০ তারিখ ভরতলক্ষ্মী স্টুডিওতে তিনি একটি দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছিলেন সাংবাদিক অনিরুদ্ধ ধরকে চলচ্চিত্রে তাঁর অভিনয় প্রসঙ্গে। এ ছাড়াও সেইদিন ওই স্টুডিওতেই তাঁর সঙ্গে এই আর্কাইভের কাজেই শ্যুটিং-এ অংশ নেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী এবং চিত্রপরিচালক অতনু ঘোষ।