দক্ষিণবঙ্গে ঢিমেচালেই বর্ষা, মাঝেমধ্যেই চলবে অস্বস্তির আবহাওয়া

0

Last Updated on June 23, 2022 5:18 PM by Khabar365Din

৩৬৫ দিন। শুরুতেই ঢিমেচাল। বর্ষা প্রবেশ করলেও উধাও বৃষ্টি। দিনের বেলা সেই ঝাঁঝালো রোদ। যদিও, বঙ্গবাসীকে এ ব্যাপারে আগেই বার্তা দিয়েছিলেন আবহাওয়াবিদরা। চলতি সপ্তাহে হালকা, মাঝারির থেকে বেশি কিছুই প্রাপ্তি হবে না শহরবাসীর। ফলে, অস্বস্তি মাঝেমধ্যেই ফিরবে।

তাপমাত্রা কিছুটা হলেও কম থাকবে কদিন। জেলা অবশ্য শহরের তুলনায় কিছুটা বেশি বৃষ্টি পাবে। আলিপুর আবহাওয়া দফতরের খবর, চলতি সপ্তাহে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। টানা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এই নিয়ে আবহাওয়াবিদরা জানিয়েছিলেন, প্রবেশের সঙ্গে সঙ্গেই বিশেষ প্রভাব দেখাবে না মৌসুমী বায়ু।

কারণ, প্রয়োজনীয় অক্ষরেখা, ঘূর্ণাবর্ত, নিম্নচাপ নেই। ফলে, মৌসুমী বায়ু সক্রিয় ভূমিকা নেওয়ার উপাদানের যথেষ্ট অভাব রয়েছে। গতকাল কলকাতা, হাওড়া, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ সহ অন্যান্য জেলাতে বৃষ্টি হয়েছে। তবে, তার তীব্রতা কিছুটা কম ছিল। অন্যদিকে, উত্তরবঙ্গে চলে একটানা বৃষ্টি। বরাবর উত্তরবঙ্গে বেশি বৃষ্টি হয়েছে। এবারেও অন্যথা হয়নি। একমাসের বেশি সময় ধরেই বৃষ্টি চলছে পাহাড়ে। যার ফলে, চলতি মরশুমে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হয়েছে উত্তরে। দক্ষিণে সেই তুলনায় অনেকটাই কম। তাই হিসেবে যে দক্ষিণে বৃষ্টি বৈষম্য দেখা যাবে সেই নিয়ে আরও একবার ইঙ্গিত দিয়েছেন আবহাওয়াবিদরা। প্রসঙ্গত, এবার উত্তরে স্বাভাবিকের থেকে এগিয়ে বর্ষা ঢুকলেও দক্ষিণে অনেকটাই পিছিয়ে প্রবেশ করেছে মৌসুমী বায়ু।এদিকে মৌসম ভবনের খবর, গোয়া, কেরল, মধ্য মহারাষ্ট্র, কর্ণাটক, গুজরাত, অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা ভারী বৃষ্টি। উত্তরবঙ্গ, সিকিমে বৃষ্টি আগামী ৫ দিনে। নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরায় অসম, মেঘালয়ে বৃষ্টি হবে। এছাড়াও, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্রিশ গড়, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here