শুভেন্দুর বিধায়ক পদে ইস্তফা ২৪ ঘণ্টার মধ্যে কাঁথি, নন্দীগ্রামে দলবদল ভোলবদল রংবদল জমিদখল

0

Last Updated on December 17, 2020 5:55 PM by Khabar365Din

365 দিন। কাঁথি শহর জুড়ে নিজেদের দলীয় কার্যালয় পুনরুদ্ধার শুরু করল তৃণমূল। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভার ৮ নং ওয়ার্ডের রূপশ্রী সিনেমা হলের কাছে ব্যবসায়ী সমিতির অফিসকে ‘দাদার অনুগামী’র সহায়তা কেন্দ্র হিসেবে চালু করে শুভেন্দু অনুগামীরা। কনিষ্ক পন্ডার নেতৃত্বে এই কেন্দ্র চালু হয় ।সেই কেন্দ্রকেই বৃহস্পতিবার তৃণমূল নেতা তরুণ জানার নেতৃত্বে উদ্ধার করল তৃণমূল। তবে শুধু ৮ নং ওয়ার্ড নয়,৯ নং ওয়ার্ডেও তৃনমূলের দখল করা অফিস ফের পুনরুদ্ধার করলো তৃনমূল।রাজ্য যুব তৃণমূলের সহ সভাপতি সুপ্রকাশ গিরির নেতৃত্বে এই অফিস পুনরুদ্ধার হয় ।  কাঁথির মেচেদা বাইপাসে যে তৃণমূল পরিচালিত ব্যবসায়ী সমিতির অফিসটি সম্প্রতি গেরুয়া রং করে শুভেন্দু অধিকারীর সহায়তা কেন্দ্র করেছিল সেই অফিসে এদিন তৃণমূল কর্মীরা সাদা রং করে দিল। শুভেন্দু অধিকারীর খাশ তালুকে এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়।


ব্যাবসায়ী সমিতির সদস্য কৃষ্ণেন্দু খামারি বলেন তাঁদের অন্ধকারে রেখেই সমিতির সম্পাদক কনিষ্ক পন্ডা নিজের ইচ্ছামত অফিসের রং বদলে,শুভেন্দু অধিকারীর সহায়তা কেন্দ্র চালু করে ছিলো।এই সদস্য বলেন কেউ নিজের মত বদলাতেই পারেন,কিন্তু সেই মত কারো উপরে চাপিয়ে দিতে পারেনা।এই সংগঠনের সভাপতি সন্তোষ বাগ বলেন তাঁদের সংগঠন অরাজনৈতিক সংগঠন। সব রাজনৈতিক দলের কর্মীরা এখানে উপস্থিত আছেন ।তাই এই ভাবে কাউকে না বলে সমিতির অফিসকে কারো ব্যাক্তিগত সহায়তা কেন্দ্র চালু করা উচিত হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here