Last Updated on June 10, 2022 12:29 AM by Khabar365Din
৩৬৫দিন। স্টার কিডদের নিয়ে মাতামাতি নতুন কিছু নয় । তবে বর্তমানে নেপটিজম আরও বাড়িয়ে দিয়েছে ধারাকে। এক সমীক্ষা অনুযায়ী স্টার কিডদের (Star Kids) মধ্যে সবথেকে জনপ্রিয় হলেন শাহরুখ (Shah Rukh Khan) কন্যা সুহানা (Suhana Khan)। বাবার নামে নয় তার নিজস্ব স্টাইল অ্যান্ড ফ্যাশন সেন্সের জন্যই তার অনুরাগী সংখ্যা প্রচুর হয়ে গেছে।
মাত্র২২ বছর বয়সে এসেই তার জনপ্রিয়তা প্রশ্নাতীত। কোন তারকাদের থেকে কম নয় তার খ্যাতি এবং ফ্যান ফলোয়ার্স সংখ্যা। তার অনুরাগীরা তার একটা পোষ্টের জন্য মুখিয়ে থাকেন আর অনুরাগীদের মন ভোলাবার জন্য সব সময় নিত্য নতুন পোস্ট করেন শাহরুখ কন্যা। লাস্যময়ী ফিগারেটের তার ফটো শ্যুট সকলের নজর কেড়ে নিচ্ছে।

শোনা যাচ্ছে আগামী বছরই সিনেমায় আসছেন তিনি। ছবির নাম, ‘দ্য আর্চিস’ (The Archies)। সম্প্রতি সুহানা একটি ছবি পোস্ট করেছে যা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে।