Last Updated on October 7, 2020 10:53 AM by Khabar365Din
৩৬৫দিন। অবশেষে গভীর রাতে সুন্দরবনের আজমল মারি ১২ নম্বর জঙ্গলে তিনটি খাঁচা পেতে ধরা হলো সুন্দরবনের দক্ষিণরায় কে। তিনটি ছাগল টোপ হিসেবে দেওয়া হয়। বাঘ ধরা পড়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলল মৈপিঠের ৬ নম্বর বৈকন্ঠপুর এর এলাকার মানুষজন। বনদপ্তর সূত্রে খবর, এটি পূর্ণবয়স্ক বাঘ। রাতেই নিয়ে যাওয়া হয়েছিল ঝড়খালির ব্যাঘ্র পুনর্বাসন প্রকল্প, সেখান থেকে চিকিৎসা করে সুস্থ থাকলে ছাড়া হতে পারে চুলাকাঠি জঙ্গলে।