Last Updated on July 4, 2021 5:50 PM by Khabar365Din
৩৬৫ দিন। বর্ধমান। ভাজপা ও বাম থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিলো কয়েকশো কর্মী সমর্থক। পূর্ব বর্ধমান জেলার ভাতার বিধানসভার ভাজপা ও বাম শিবিরে বড়সড় ভাঙন ধরাল শাসকদল। রবিবার ভাতারের বলগোনা ও নিত্যানন্দপুর অঞ্চলের একাধিক গ্রাম থেকে বিজেপির প্রায় ৭০০ কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। পাশাপাশি সিপিএম ছেড়ে তৃণমূলে এলেন শতাধিক কর্মীসমর্থক। ভাতার বাজারে তৃণমূল কংগ্রেসের ব্লক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী।
অনুষ্ঠানে ছিলেন ভাতারের প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা, যুব তৃণমূলের রাজ্যকমিটির সদস্য শান্তনু কোঁয়ার, ভাতার ব্লকের প্রবীণ তৃণমূল নেতা পরেশনাথ চক্রবর্তী সহ অন্যান্যরা। যুব তৃণমূলের রাজ্যকমিটির সদস্য শান্তনু কোঁয়ার জানান, “এদিন বলগোনা অঞ্চলের ভাটাকুল, ঢেড়িয়া, হাটকানপুর, বলগোনা বাজার এবং নিত্যানন্দপুর অঞ্চলের একাংশ মিলে কয়েকশো কর্মী বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন। দলত্যাগী কর্মীদের মধ্যে বিজেপির বেশকয়েকজন স্থানীয় নেতৃত্ব রয়েছেন। রয়েছেন কয়েকজন মহিলা কর্মীও।”