কর্মসংস্থানের দাবিকে সামনে রেখে তৃণমূলের নির্বাচনী প্রচার

0

Last Updated on June 10, 2022 12:11 AM by Khabar365Din

৩৬৫ দিন। আগরতলা। ত্রিপুরা প্রদেশ তৃণমূল (Tripura Tmc) যুব কংগ্রেসে এর উদ্যোগে বুধবার রাজ্যের যুবকদের কর্মসংস্থানের দাবি নিয়ে আগরতলা (Agartala) প্রেস ক্লাব থেকে বনমালিপুর ক্যাম্প অফিস পর্যন্ত এক বৃহত্তর মিছিলের আয়োজন করা হয়।

সেই মিছিলে উপস্থিত ছিলেন, দলের ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায়, ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুবল ভৌমিক, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্য সভা সাংসদ সুস্মিতা দেব, যুব সভাপতি শান্তনু সাহা সহ বিভিন্ন প্রান্ত থেকে আসা কাতারে কাতারে মানুষ ও তৃণমূল কংগ্রেসের (TMC) কর্মীরা।রাজ্যের বর্তমান ভাজপা সরকার ক্ষমতায় আসার জন্য এই রাজ্যের যুবকদের প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা যদি সরকারে আসে তাহলে ৫০,০০০ চাকরি এবং প্রত্যেক ঘরে ঘরে কর্মসংস্থানের ব্যবস্থা দেবে। কিন্তু আমরা লক্ষ্য করেছি সাড়ে চার বছর পরও বর্তমান সরকার রাজ্যের যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here