রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি, পুজো মিটতেই ফের পথে নামলো তৃণমূল

0

Last Updated on October 30, 2022 11:00 PM by Khabar365Din

৩৬৫ দিন |রাজ্যে আইন শৃঙ্খলার ক্রমাবনতি হচ্ছে | পুজো শেষ হতেই ফের পথে নামলো তৃণমূল | এদিন পর্যবেক্ষক রাজীব বন্দোপাধ্যায় সহ একাধিক যুব নেতা বিক্ষোভ মিছিল করেন | ভাজপা সরকার ভেঙে পড়েছে, সরকার বলে কিছু নেই, পুলিশ প্রশাসন হাতের পুতুল হয়ে গিয়েছে। অবিলম্বে এই ঘটনার মূল অভিযুক্তকে গ্রেফতার করতে হবে বলেও তারা দাবি করেন।

এরই প্রতিবাদে ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের যুব সংগঠন শুক্রবার রাস্তায় নেমে প্রতিবাদ করল এবং সাত দিনের মধ্যে দোষীদের শাস্তি দাবি করল। ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শুক্রবার প্রদেশ তৃণমূল কংগ্রেসের নেতা সুস্মিতা দেব, রাজীব বন্দোপাধ্যায়, পুজন বিশ্বাস-সহ নেতৃত্ব পুলিশ স্টেশনের নিকট ১৬ বছরের নাবালিকাকে গণধর্ষণের কাণ্ডে যেখানে এক বিজেপি নেতার ছেলে জড়িয়ে আছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। এর আগেও ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল অফিসার ইনচার্জ সঙ্গে দেখা করেছিল ।

দলের পর্যবেক্ষক রাজীব বন্দোপাধ্যায় জানিয়েছেন, কুমারঘাট এলাকা মাফিয়া, গুন্ডারাজে পরিণত হয়ে আছে। দীর্ঘদিন ধরে এই সব এলাকাতে ড্রাগের ব্যবসা চলছে, যুব সমাজ ধ্বংস হয়ে গিয়েছে। আইনের কোনো শাসন নেই। আমরা জনগণের কাছে আপিল করছি যে আপনারা সবাই এগিয়ে আসুন, নিরপেক্ষ তদন্তের স্বার্থে রাজ্যের মন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করে তদন্তের স্বার্থে পুলিশকে সহায়তা করা উচিত।

তিনি আরো বলেছেন ত্রিপুরায় একের পর এক খুন, ধর্ষণের পর ধর্ষণ, প্রশাসন নির্বিকার। আইন-শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে। কোনো জায়গায় ধর্ষণে নাম জড়িয়েছে মন্ত্রীপুত্রের তা সত্ত্বেও কোথাও কোনও শাস্তি নেই, বিচার নেই। যে স্বরাষ্ট্র দফতর খোদ মুখ্যমন্ত্রীর হাতে সেখানে এখনও অবধি কেউ শাস্তি পেল না।

তৃণমূল দাবি করে সঠিক তদন্তের স্বার্থে শ্রম মন্ত্রীকে মন্ত্রীত্ব থেকে পদত্যাগ করা উচিত। যতক্ষণ পর্যন্ত গ্রেফতার না করবে ত্রিপুরা তৃণমূল কংগ্রেস আন্দোলন চালিয়ে যাবে। আইন শৃঙ্খলা প্রশ্নে বেশ কিছু দিন ধরেই রাজ্য জুড়ে পথে নামছে তৃণমূল | বিরোধীদের বিরুদ্ধে ভাজপা সরকারের দমন পীড়ন নীতিরও প্রতিবাদ করে তৃণমূল। সামনেই ২০২৩ এর মহারণ |

ফলে হাতে সময় নেই | তৃণমূল আগেই ঘোষণা করেছিল যে সমস্ত জিনিস সাধারণ মানুষের জীবনে সমস্যা তৈরী করছে সেসব নিয়েই তারা পথে নামবে | এর আগে মূল্যবৃদ্ধি নিয়ে সুস্মিতা, শান্তনুরা রাস্তায় নেমেছিল |

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here