Last Updated on July 12, 2022 4:35 PM by Khabar365Din
৩৬৫ দিন। মুখ্যমন্ত্রী আগেও যেভাবে বারে বারে বাংলা ভাগের বিরোধিতা করেছেন আজ ধুপগুড়ির জনসভা থেকে সেই সুরেই বাংলা ভেঙে উত্তরবঙ্গকে পৃথক রাজ্যের জন্য দাবি তোলা ভাজপার তীব্র বিরোধিতা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন,”উত্তরবঙ্গ বলে তৃণমূলের অভিধানে কোনও শব্দ নেই। আমাদের অভিধানে দার্জিলিং, কালিম্পং, মালদা, জলপাইগুড়ি রয়েছে। আলাদা করে যদি কেউ ভাবে বাংলাকে ভাগ করব শরীরের শেষ রক্তবিন্দু লড়ব কিন্তু বাংলাকে ভাগ হতে দেব না। এই মঞ্চ থেকে কথা দিয়ে এলাম। বিজেপির কোনও নেতা কর্মী যদি বুকের পাটা থাকে এবং বাপের ব্যাটা হয় তাহলে বাংলা ভাগ করে দেখাও। আমি যা বলি আমি তা করি। যেটা আমি পারব না, সেটা আমি বলে দিই।”