Cricket WorldCup AUS VS IND: আজ রাতের শিশির হয়ে উঠতে পারে টুয়েলভথ ম্যান, স্প্রে হল বিশেষ কেমিকেল, অ্যাটলাসের মত প্রত্যাশার চাপ নিয়েও ফুরফুরে টিম ইন্ডিয়া

0

Last Updated on November 19, 2023 5:07 PM by Khabar365Din

৩৬৫ দিন। পিচের কাছে দাঁড়িয়ে রোহিত শর্মা, বিরাটদের হেড স্যার রাহুল দ্রাবিড়, পাশে বিক্রম রাঠোর। পপিং ক্রিজে দাড়ালেন, কোমর ঝুঁকিয়ে কাল্পনিকভাবে দাড়িয়ে শ্যাডো করলেন, একবার,দু বার, বারবার। ইঞ্চিতে ইঞ্চিতে মেপে নিলেন আহমেদাবাদের ২২ গজকে ।যেন কোচ দ্রাবিড় এবং খেলোয়াড় দ্রাবিড়, দু-জনের কাছেই আজ ফাইনাল। যেন ফিরে গিয়েছেন ২০ বছর আগে। জোহানেসবার্গার সেই ফাইনালে মুখের গ্রাস ছিনিয়ে নিয়ে গিয়েছিল রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়া। এবার বদলা। আর মাত্র কয়েক ঘন্টা। তারপরের আহমেদাবাদের ২২ গজে ক্ল্যাশ অফ টাইটানস। একদিকে পাঁচ বিশ্বকাপ জয়ী রক্তের স্বাদ পাওয়া অস্ট্রেলিয়া অন্যদিকে তরুণ প্রতিভা আর সংকল্পে টইটুম্বুর আনবিটেন
মেন ইন ব্লু।২০১১ সালের পরে ফের একবার ভারতের সামনে সুযোগ এসেছে বিশ্বকাপ জয়ের। এই সুযোগ হাতছাড়া করতে নারাজ রোহিত বাহিনী। যদিও বিশ্বের প্রায় সব সংবাদমাধ্যমের ভীড় একটা জায়গায়। সেটা ওয়েদার রিপোর্ট আউটলেট। কেমন থাকবে আজকের আবহাওয়া সেটা জানতেই বেশি উৎসাহী সবাই। কারণ এটার ওপরেই টিম কম্বিনেশন, স্পেকুলেশন অনেক কিছু নির্ভর করছে। ওখানে গিয়ে জানা গেল, আহমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচ যে উইকেটে হয়েছিল, সেই উইকেটেই হবে ফাইনাল। বৃষ্টির কোনো শঙ্কা নেই। তাপমাত্রা সর্বোচ্চ থাকতে পারে ৩০ ডিগ্রি ,আর সর্বনিম্ন ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আপেক্ষিক আর্দ্রতা ৫৩ শতাংশের কাছাকাছি। সন্ধ্যার পর মাঠে শিশিরের একটা প্রভাব থাকত পারে, সেটা কমাতে ঘাসে একধরনের রাসায়নিক স্প্রে করা হয়েছে। যদিও পিচ বিশেষজ্ঞদের দাবি, সামান্য কিছুক্ষণ এর প্রয়োগের ফলে শিশিরের প্রভাব আটকানো গেলেও, তা সাময়িক। অর্থাৎ নভেম্বরের প্রায় শেষ লগ্নে এসে শিশির অবশ্যই ভারতীয় দলের টুয়েলভথ ম্যান।

১,২৩ হাজার কোটির বেটিং

অন্তত ৭০ হাজার কোটি টাকার জুয়া ধরা হয়েছে বিশ্বকাপ ফাইনালে। সূত্রের খবর, জুয়ার ইতিহাসে সমস্ত নজির ভেঙে দিতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়া মেগা ম্যাচ। ৫০০টি বেটিং সাইট থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে, অন্তত ৭০ হাজার কোটি টাকা বাজি ধরা হচ্ছে এই ম্যাচের উপর। লন্ডনস্থিত একটি আন্তর্জাতিক বেটিং সংস্থার রিপোর্ট অনুযায়ী, মূল টাকার অঙ্ক ১,২৩ হাজার কোটি ছাড়িয়েছে। কারণ মত টাকার অঙ্কের ৬০ শতাংশ আইন বহির্ভূত বেটিং । তবে এদের অধিকাংশই মনে করছেন, বিশ্বকাপ ট্রফি আসবে ভারতের হাতেই।
অনুশীলনে ভারতীয় দলকে মেপে নিতে গতকাল সন্ধ্যায় হাজির ছিলেন অস্ট্রেলিয়া দলের দুই প্রতিনিধি। একজন ফিজিও অন্যজন সম্ভবত স্ট্র্যাটেজিক টিমের কেউ। কিন্তু টিম ইন্ডিয়ার প্ল্যানিং ম্যানেজমেন্ট তাদের রীতিমত ধোঁকা খাইয়ে দিল বলা যায়। কোনোভাবেই যাতে তারা আগাম টিম কম্বিনেশন বুঝতে না পারে,সেই জন্য সন্ধ্যের অনুশীলন রাখা হয়েছিল উইশ প্র্যাক্টিস। অর্থাৎ যার ইচ্ছে অনুশীলন কর,যার ইচ্ছে নেই এসো না। শনিবার সন্ধ্যায় অনুশীলন করতে দেখা গিয়েছে শুভমন গিল, শ্রেয়স আয়ার, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাডেজা, মহম্মদ সিরাজ ও রবিচন্দ্রন অশ্বিনকে। বিরাট কোহলি, লোকেশ রাহুল, মহম্মদ শামি, যশপ্রীত বুমরাদের দেখা যায়নি। রোহিতকে অনুশীলন দেখা গিয়েছে। তবে ব্যাট করেননি তিনি। পিচ নিয়েই পড়ে ছিলেন ভারত অধিনায়ক। যাঁরা অনুশীলন করেছেন তাঁরা দীর্ঘ ক্ষণ নেটে সময় কাটিয়েছেন। ফলে মূল টিম কি হবে তা ধাঁধা।

তিন স্পিনার? নাকি উইনিং টিম

আরও একবার কি একাদশে ফিরবেন অশ্বিন? অস্ট্রেলিয়াও কি ভারতের বিপক্ষে ফাইনালে সেমিফাইনালের একাদশের নিয়েই মাঠে নামবে?এটাই গোটা দেশের ১৪০ কোটি মানুষের একটাই প্রশ্ন। গ্রুপ পর্বে ভারত প্রথম ম্যাচই খেলেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। এবারের বিশ্বকাপে এই একটি ম্যাচেই খেলেছেন স্পিন বোলিং অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। সেই ম্যাচে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের বেশ চাপেই ফেলেছিলেন তিনি।
মাত্র ১ উইকেট নিলেও দিয়েছিলেন মোটে ৩৪ অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেডের দুজনই বাঁহাতি। অশ্বিন একাদশে ঢোকার প্রশ্ন এলেই এই প্রশ্নও আসে—খেলবেন কার জায়গায়? রোহিত শর্মা, শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল—এ পাঁচজন একাদশে নিশ্চিত। এরপর ব্যাটিংয়ে আসেন সূর্যকুমার যাদব। সূর্যকেও একাদশের বাইরে রাখার সুযোগ নেই।তাহলে ব্যাটিং অর্ডার কিছুটা হলেও দুর্বল হবে ভারতের। রবীন্দ্র জাদেজা, যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজও একাদশে নিশ্চিত। তাই অশ্বিন অস্ট্রেলিয়ার বিপক্ষে কার্যকর হতে পারেন—এমন একটা সম্ভাবনা থাকলেও তাঁর একাদশে ঢোকার সম্ভাবনা খুব একটা নেই। অর্থাৎ সেমিফাইনালের একাদশ নিয়েই মাঠে নামবে ভারত। অন্যদিকে ভারতের স্পিন আক্রমনকে কাউন্টার করার জন্য ভাবছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া মারনাস লাবুশেনের জায়গায় মার্কাস স্টয়নিসের কথা ভাবতে পারে। তবে ভারতের এমন বোলিং আক্রমণের বিপক্ষে লাবুশেনের ওপরই বেশি আস্থা রাখার কথা অস্ট্রেলিয়ার। সে ক্ষেত্রে তাদের একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা খুবই কম। অর্থাৎ লাবুশেন ও স্টিভ স্মিথের দুজনই একাদশে থাকতে পারেন।

ভারতের সম্ভাব্য একাদশ রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ।

অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ প্যাট কামিন্স (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মারনাস লাবুশেন, জশ ইংলিস (উইকেটকিপার), অ্যাডাম জ্যাম্পা, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড।