মর্নিং ওয়াকে গিয়ে আর ফিরলেন না,হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ধুম’র পরিচালক সঞ্জয় গাধভি

0

Last Updated on November 19, 2023 5:20 PM by Khabar365Din

৩৬৫ দিন।ধুম সিরিজের শ্যুটিংয়ের মাঝেই আকস্মিক মৃত্যু পরিচালক সঞ্জয় গাধভির।হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর।শেষ পাওয়া খবর অনুযায়ী,প্রতিদিনের মতো এদিনও তিনি গিয়েছিলেন মর্নিং ওয়াকে।হঠাৎই তিনি ঘামতে শুরু করেন। এরপর শরীর অসুস্থ হয়ে পড়ায় তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় মুম্বইয়ের ককিলাবেন হাসপাতালে।সেখানে নিয়ে যাওয়া মাত্রই পরিচালককে মৃত ঘোষণা করেন চিকিৎসক।তাঁদের প্রাথমিক অনুমান, মর্নিং ওয়াকের সময়ই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন।

মাত্র ৫৭ বছর বয়সে এভাবে পরিচালকের চলে যাওয়া মেনে নিতে পারছে না তাঁর ভক্তরা।ধুম ১ বলিউডের অন্যতম সেরা হিট ছবি।এই ফ্রাঞ্চাইজ়ে জায়গা করে নিয়েছিলেন অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই, হৃত্বিক রোশন সহ বহু স্টার। ধুম ছবি থেকেই তাঁর জনপ্রিয়তা বাড়তে থাকে। ছবি নির্মাতা বনি কাপুর সংবাদ মাধ্যমকে জানিয়েছেন,বাড়িতেই ছিলেন তিনি, হৃদরোগে আক্রান্ত হয়ে কোলাপস করে যান।সকাল ৮.৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরিচালক।