ওয়ার্ল্ড কাপ ফিভারে কাপছে শহর, বিরাট রোহিতদের জার্সির চাহিদা এবং বিক্রি দুটোই তুঙ্গে

0

Last Updated on November 19, 2023 8:16 PM by Khabar365Din

৩৬৫ দিন। বিশ্বকাপের উত্তেজনায় শহর মুড়েছে নীল রঙে। নীল জার্সির খোঁজে ক্রেতারা ভিড় জমিয়েছে শহরের বিভিন্ন মার্কেটগুলিতে। ১৮ ও ৪৫ নং জার্সির জোগান দিতে হিমসিম খাচ্ছেন ব্যবসায়ীরা। তুমুল ব্যস্ততার ছাপ শহরের জার্সির বাজার গুলোতে। এর থেকে বোঝাই যাচ্ছে বিশ্বকাপ আমাদাবাদে হলেও কলকাতাতে তার উত্তেজনা কিছু কম নয়। বিক্রেতাদের সাথে কথা বলে জানা যাচ্ছে, সেমিফাইনালের পর থেকেই অর্ডার আসতে শুরু করেছিল। তবে এখন জার্সি দিয়ে উঠতে পারছি না। সবচেয়ে বেশি বিক্রি হয়েছে বিরাটের জার্সি। আর মাত্র কিছু ঘন্টার অপেক্ষা। আমদাবাদে ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। ইতিমধ্যেই ক্রিকেট অনুগামীরা পছন্দসই দল ও ক্রিকেটারদের জার্সি কিনে নিচ্ছেন। এইসব জার্সির বিভিন্ন রকম দাম শুরু হয়েছে ২০০ টাকা থেকে আবার ৫০০ টাকার জার্সিও রয়েছে । জার্সির মান হিসেবে রয়েছে দাম।

শহরের মার্কেটগুলোতে নীল জার্সির চাহিদা এখন তুঙ্গে। তবে চাহিদা তুঙ্গে থাকায় বেশ কিছুটা বেড়ে গিয়েছে দাম। যেসব জার্সি কয়েকদিন আগে ১৭০ টাকা থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছিল। সেগুলোই এখন প্রায় ২২০ টাকায় বিক্রি করছে বিক্রেতারা। তবে দামের পরোয়া না করেই ক্রেতারা তড়িঘড়ি কিনে ফেলছেন পছন্দসই জার্সি। নিউ মার্কেটের এক ব্যবসায়ী জানাচ্ছেন, বিরাট ও রোহিতের জার্সি প্রচুর বিক্রি হয়েছে। ওদের জার্সির চাহিদা এবার প্রচুর। এই শেষ মুহুর্তেও প্রচুর মানুষ অর্ডার দিচ্ছেন। সময়ে জোগান দিতে পারব কিনা সেই নিয়েও চিন্তিত রয়েছি। বেহালার বাসিন্দা চঞ্চল কুমার সামন্ত জার্সি কিনতে এসে জানিয়েছেন, ছেলে ক্লাস সেভেনে পড়ে সে জেদ ধরেছে তাঁকে বিরাটের জার্সি কিনে দিতেই হবে।

তাই একদম শেষ সময়ে এসেছি জার্সি কিনতে। তবে অন্যান্য সময়ের থেকে এখন দাম অনেকটা বেড়েছে। শুধুমাত্র জার্সির দোকানেই নয় ভিড় জমেছে ক্রিকেটের সরঞ্জামের দোকানগুলোতেও। কেউ বিরাটের মত ব্যাট চায় তো কেউ কিনে নিয়ে যাচ্ছে বল। পাশাপাশি দেদার বিক্রি হচ্ছে ভারতের পতাকা এবং ক্রিকেটারদের ছবি লাগানো পোস্টার। শহরের অলিগলি সেজে উঠেছে ভারতের পতাকায় । দেওয়ালে দেওয়ালে বিরাট, রোহিত, বুমরাহ দের পোস্টার। ছট পুজোর মরশুমে যখন একে একে সেজে উঠেছে শহরের বিভিন্ন ঘাট সেসময় শহরও মেতেছে বিশ্বকাপের জোয়ারে। পোস্টার কিনতে এসে এক ক্রেতা জানিয়েছেন, বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত-অস্ট্রেলিয়া। কুড়ি বছর আগের বিশ্বকাপ ফাইনালে টিম ইন্ডিয়ার হারের প্রতিশোধ নিতেই হবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমে ট্রফি এবার আমরাই নেবো। সেজন্যি গোটা পাড়াটাকে সাজাব বলে পোস্টার নিয়ে যাচ্ছি।